Advertisement
প্রেমিকাকে ঠোঁটঠাসা চুমু থেকে মুখে চুয়িংগাম ছোড়া, দেখুন অস্কারের আজব সব কাণ্ড
সোমবার, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হল ৯৭তম একাডেমি পুরস্কার। রইল অস্কার মঞ্চের কিছু ঝলক।
সকাল থেকে তুঙ্গে ব্যস্ততা। ৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে কারও মুখে ফুটল হাসি। কেউ আবার ফিরলেন একরাশ হতাশা নিয়ে। চলতি বছরের অস্কার মঞ্চ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ছিল সাদামাঠা।
প্রতি বছরেই এই মঞ্চে অনেক ধরনের ঘটনার সাক্ষী থাকে গোটা বিশ্ব। তবে চলতি বছরে তেমন কোনও নাটকীয়তা সৃষ্টি হয়নি। বরং কিছুটা উলট পূরাণ।
সোমবার লস অ্যাঞ্জেলসের অস্কার মঞ্চে চার পরিচালক ইউভাল আব্রাহামস বাসেল আদ্রা, হামদান বল্লাল এবং ব়্যাচেল জোর পুরস্কার গ্রহণ করার পরই গাজা যুদ্ধের ‘রাজনৈতিক সমাধানে’র আহ্বান জানালেন।
এই বছরের অস্কার মঞ্চে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত ছবি ‘এমিলিয়া পেরেজ’। তবে পুরস্কারের নিরিখে শুরু থেকেই অস্কার মঞ্চে দাপট দেখাল শন বেকার পরিচালিত ছবি 'আনোরা'।
৯৭তম অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন এড্রিয়ান ব্রডি। পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় এক কাণ্ড ঘটান অভিনেতা। মুখের চুইং গাম ছুড়ে দেন প্রেমিকার দিকে। আর প্রেমিকাও সঙ্গে সঙ্গে লুফে নেন সেই চুইং গাম। যা নিয়ে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক।
এবারের অস্কার মঞ্চে শন বেকার পরিচালিত ‘আনোরা’ ছবিটির জয়জয়কার। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন অভিনেত্রী মাইকি ম্যাডিসন।
Published By: Monishankar ChoudhuryPosted: 07:28 PM Mar 03, 2025Updated: 07:35 PM Mar 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
