shono
Advertisement

সাবেকি না ফিউশন? জেনে নিন বিয়েবাড়িতে কোন সাজে হয়ে উঠবেন অনন্যা

বিয়েবাড়ি যাওয়ার আগে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন৷ The post সাবেকি না ফিউশন? জেনে নিন বিয়েবাড়িতে কোন সাজে হয়ে উঠবেন অনন্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:22 PM Nov 28, 2018Updated: 08:22 PM Nov 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, নভেম্বর প্রায় শেষ হয়ে গিয়েছে৷ আর তার সঙ্গেই পাল্লা দিয়ে চলছে বিয়ের মরশুম৷ এছাড়াও শীতকাল মানেই পার্টি৷ নিশ্চয়ই, আপনার কোনও না কোনও বিয়েবাড়িতে নিমন্ত্রণ রয়েছে৷ ভাবছেন তো কীভাবে সাজবেন? কম করে শ’খানেকবার নিশ্চয়ই মনে মনে ভেবেছেন শাড়িতে আপনাকে কেমন লাগে? আবার কখনও কখনও ভেবেছেন শাড়ি মানে একইরকম৷ তাই চেনা ছক ভেঙে বেরিয়ে হালফ্যাশনের ট্রেন্ডি পোশাকেই নিজেকে সাজিয়ে তুলবেন৷ চেনা গতে বাঁধা শাড়ি, কুর্তি কিংবা সালোয়ার না এবার আপনার পার্টি বা বিয়েবাড়ির সাজ হোক একটু অন্যরকম৷ ভিড়ের মাঝে নিজেকে একটু আলাদা করে তুলতে একগুচ্ছ টিপস রইল আপনার জন্য৷

Advertisement

[শীত আসছে, জানেন কোন পোশাক এবার ফ্যাশনে ইন?]

বিয়েবাড়ির রাত হোক কিংবা পার্টিতে যাওয়ার আগে আলমারির সামনে বসে সময় নষ্ট করি আমরা সবাই৷ অনেক ভেবেচিন্তে একটি কুর্তি আপনি বাছলেন৷ কিন্তু ভাবুন তো, অফিস থেকে বাড়ির কাজ সারাবছর হয় জিনস আর নয় তো কুর্তিই তো ভরসা আপনার৷ তাহলে, বিয়েবাড়িতে ওই একই সাজে গেলে কি আর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারবেন? তাই কুর্তি পরলেও, সাজ চাই একেবারে অন্যরকম৷ কুর্তি বাছুন সিল্ক জাতীয়৷ হালফ্যাশনের পালাজোর সঙ্গে তা পরে ফেলুন৷ কুর্তি যতই হালকা হোক তার সঙ্গে মানানসই গয়নাগাটিতে হয়ে উঠুন অনন্যা৷  

[বিয়ের সাজ মাটি করতে না চাইলে লেহেঙ্গা কেনার আগে এগুলি খেয়াল রাখুন]

সাবেকি সাজে আপনি কি ক্লান্ত? এবার একটু অন্যরকম সাজে হয়ে উঠতে চান অনন্যা? তবে চোখ বন্ধ করে ভরসা রাখুন ওয়ান-পিসের উপর৷ ফ্যাশনের দুনিয়ায় এটিই এখন ট্রেন্ড৷ সঙ্গে পায়ে থাক হাই-হিলের জুতো এবং মানানসই কানের দুল৷

[ওয়্যাক্সিং নাকি শেভিং? ত্বকের জন্য কোনটা ভাল?]

বিয়েবাড়ির সাজ আবার শাড়ি ছাড়া ভাবতে পারেননা অনেকেই৷ ভাবুন তো, একঘেয়ে শাড়িকেই যদি দেওয়া যায় নয়া লুক৷ তাহলে, মন্দ হবে? তাই শাড়ির সঙ্গে সেই একইরকম ব্লাউজের কথা ভুলে যান৷ বরং কুর্তি কিংবা কোনও টপের সঙ্গে পরে ফেলুন শাড়ি৷ সঙ্গে মানানসই গয়নাগাটি পরতে ভুলবেন না যেন! আর এভাবেই হয়ে উঠুন ভিড়ের মাঝেই অনন্যা৷

[এক কোয়া রসুনেই ধরে রাখুন যৌবন]

বিয়েবাড়িতে সেজে ওঠার জন্য লেহেঙ্গাকে বেছে নেন অনেকেই৷ সাবেকি সাজ ছেড়ে একটু অন্যরকম হয়ে ওঠার জন্য শার্টের সঙ্গে পরতে পারেন লেহেঙ্গা৷ একপাশে ঝুলিয়ে নিন ওড়না৷ দেখবেন এই সাজেই হয়তো আপনি কেড়ে নিতে পারেন শত পুরুষের মন৷

উজ্জ্বল রঙের যেকোনও সালোয়ারকেও বেছে নিতে পারেন৷ হার কিংবা কানের দুল সবেতেই থাক সোনালি রঙের ছোঁয়া৷ মানানসই জুতো পরতেও ভুলবেন না যেন!

The post সাবেকি না ফিউশন? জেনে নিন বিয়েবাড়িতে কোন সাজে হয়ে উঠবেন অনন্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement