সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম তৈরিই ছিল৷ ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’ অপেক্ষা ছিল চূড়ান্ত ফলাফল প্রকাশের৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত যে হিলারি ক্লিন্টনের বিপক্ষে যাবে, ঘুণাক্ষরেও টের পাননি নিউ ইয়র্ক টাইমস-এর ডিজাইন ডিরেক্টর টম বদকিন৷ আরও বেশ কয়েকটি প্রথম সারির সংবাদপত্রের মতোই তারাও হিলারিকেই জয়ী ধরে আগাম শিরোনাম লিখে তৈরি ছিলেন৷ চূড়ান্ত ফলাফল এলেই কাগজ ছাপানোর জন্য প্রেসে পাঠিয়ে দেওয়ার অপেক্ষা৷
সাধারণত এরকম হাই প্রোফাইল নির্বাচনের ফল প্রকাশের আগে অধিকাংশ নামী সংবাদপত্রের প্রথম পাতার খসড়া তৈরি করে রাখাই হয়৷ চূড়ান্ত ফলাফল জানা গেলে জেতা-হারা আসনের সংখ্যা বসিয়ে দিয়ে কাগজ ছাপতে পাঠিয়ে দেওয়া হয়৷
সেই মতো নিউ ইয়র্ক টাইমসও প্রথম পাতায় হিলারির ছবি-সহ শিরোনাম লিখে খসড়া তৈরি করে ফেলে৷ পাতাজোড়া ব্যানার হেডলাইন লেখা হয়, ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’ কারণ, জনমত ও বুথফেরত নানা সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করে টাইমস-এর সম্পাদক গোষ্ঠী অনুমান করেছিল, আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনও মহিলা বুঝি প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করবেন৷ শেষ পর্যন্ত সেই খসড়া বাতিল করে দিতে হয়৷ সেই বাতিল খসড়ারই একটি ছবি টুইটারে পোস্ট করেছে সংবাদপত্রটি৷ যা দেখে বহু হিলারি-পন্থীরা এখন দীর্ঘশ্বাস ফেলছেন৷
The post ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’, লিখেও শিরোনাম বদলাল নিউ ইয়র্ক টাইমস appeared first on Sangbad Pratidin.