shono
Advertisement

‘ম্যাডাম প্রেসিডেন্ট!’, লিখেও শিরোনাম বদলাল নিউ ইয়র্ক টাইমস

আলোর মুখ দেখল না সেই ফ্রন্ট পেজ... The post ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’, লিখেও শিরোনাম বদলাল নিউ ইয়র্ক টাইমস appeared first on Sangbad Pratidin.
Posted: 12:18 AM Nov 11, 2016Updated: 06:48 PM Nov 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম তৈরিই ছিল৷ ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’ অপেক্ষা ছিল চূড়ান্ত ফলাফল প্রকাশের৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত যে হিলারি ক্লিন্টনের বিপক্ষে যাবে, ঘুণাক্ষরেও টের পাননি নিউ ইয়র্ক টাইমস-এর ডিজাইন ডিরেক্টর টম বদকিন৷ আরও বেশ কয়েকটি প্রথম সারির সংবাদপত্রের মতোই তারাও হিলারিকেই জয়ী ধরে আগাম শিরোনাম লিখে তৈরি ছিলেন৷ চূড়ান্ত ফলাফল এলেই কাগজ ছাপানোর জন্য প্রেসে পাঠিয়ে দেওয়ার অপেক্ষা৷

Advertisement

সাধারণত এরকম হাই প্রোফাইল নির্বাচনের ফল প্রকাশের আগে অধিকাংশ নামী সংবাদপত্রের প্রথম পাতার খসড়া তৈরি করে রাখাই হয়৷ চূড়ান্ত ফলাফল জানা গেলে জেতা-হারা আসনের সংখ্যা বসিয়ে দিয়ে কাগজ ছাপতে পাঠিয়ে দেওয়া হয়৷

সেই মতো নিউ ইয়র্ক টাইমসও প্রথম পাতায় হিলারির ছবি-সহ শিরোনাম লিখে খসড়া তৈরি করে ফেলে৷ পাতাজোড়া ব্যানার হেডলাইন লেখা হয়, ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’ কারণ, জনমত ও বুথফেরত নানা সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করে টাইমস-এর সম্পাদক গোষ্ঠী অনুমান করেছিল, আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনও মহিলা বুঝি প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করবেন৷ শেষ পর্যন্ত সেই খসড়া বাতিল করে দিতে হয়৷ সেই বাতিল খসড়ারই একটি ছবি টুইটারে পোস্ট করেছে সংবাদপত্রটি৷ যা দেখে বহু হিলারি-পন্থীরা এখন দীর্ঘশ্বাস ফেলছেন৷

The post ‘ম্যাডাম প্রেসিডেন্ট!’, লিখেও শিরোনাম বদলাল নিউ ইয়র্ক টাইমস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement