shono
Advertisement
Urmila Kothare

নায়িকার গাড়ির বেপরোয়া গতির বলি মেট্রো শ্রমিক!

ঘটনায় আহত আরও এক শ্রমিক।
Published By: Suparna MajumderPosted: 07:22 PM Dec 28, 2024Updated: 07:28 PM Dec 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রো শ্রমিককে পিষে দিয়েছে নায়িকার গাড়ি। তীব্র গতিতে আসা গাড়ির ধাক্কায় আহত আরও এক শ্রমিক। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্দিভালি এলাকায়। গাড়ির মালকিন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারে।

Advertisement

ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, শনিবার সিনেমার শুটিং থেকে ফিরছিলেন উর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন তাঁর ড্রাইভার। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি খুবই বেশি ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারায়। কান্দিভালির যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে মেট্রোর কাজ চলছিল। একাধিক শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যেই একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত।

আহত শ্রমিককে হাসপাতাসে ভর্তি করা হয়। উর্মিলা ও তাঁর ড্রাইভারেরও চোট লেগেছে, তবে তাঁদের চোট গুরুতর নয়। গাড়িতে এয়ারব্যাগ থাকায় অনেকটাই রক্ষা পেয়ে গিয়েছেন। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেই খবর।

উল্লেখ্য, পুণেতে জন্মে উর্মিলার। প্রশিক্ষিত নৃত্যশিল্পী তিনি। ১৯৯৭ সালের স্বাধীনতা দিবসের পঞ্চাশতম সেলিব্রেশনেও পারফর্ম করেছিলেন। ২০০৬ সালে 'শুভমঙ্গল সাবধান' সিনেমার মাধ্যমে মারাঠি চলচ্চিত্র জগতে উর্মিলার সফর শুরু। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। সিরিয়াল ও সিরিজেও দেখা গিয়েছে উর্মিলা। জাতীয় পুরস্কারজয়ী 'পানি' সিনেমার পরিচালক আদিনাথ কোঠারের স্ত্রী তিনি। অভিনেতা ও প্রযোজক হিসেবেও আদিনাথের বেশ সুনাম রয়েছে। তবে শনিবারের ঘটনায় বেশ বেকায়দায় অভিনেত্রী। অনেকে আবার এই ঘটনার সলমন খানের বেপরোয়া গাড়ির ঘটনাও স্মরণ করেছেন। যার জেরে একধিক ফুটপাতবাসীর মৃত্যুর অভিযোগ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কান্দিভালি এলাকায়।
  • গাড়ির মালকিন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারে।
Advertisement