Advertisement
জন্মদিনে মেট্রোয় সফর, খুদেদের সঙ্গে আড্ডা-সেলফিতে মেতে মোদি, রইল ছবি
খুদেদের হাতে বিশেষ উপহারও তুলে দেন প্রধানমন্ত্রী।
রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ৭৩ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী। বিশেষ দিনেই এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের এক্সটেনশনের উদ্বোধন করলেন তিনি।
দ্বারকা থেকে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা। উদ্বোধনের পরেই অন্যান্য যাত্রীদের সঙ্গে মিলে মেট্রোতে চাপেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে মেট্রোতে দেখেই সমস্বরে তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানান মেট্রোর সহযাত্রীরা। সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে মেট্রোতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে খুদেরা। তাঁদের সঙ্গে কথা বলে সেলফি তোলেন প্রধানমন্ত্রী। প্রায় দুই কিলোমিটার পথ মেট্রোতে চেপে পাড়ি দেন মোদি।
খুদেরা শুভেচ্ছা জানাতেই তাদের প্রত্যেকের হাতে চকোলেট তুলে দেন প্রধানমন্ত্রী। ছোটদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তিনি। গল্প করতে করতেই দীর্ঘ যাত্রাপথ পাড়ি দেন তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:29 PM Sep 17, 2023Updated: 04:29 PM Sep 17, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
