সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য হোক কিংবা প্যান কার্ড তৈরি- নানা কাজে আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। সব পরিচয়পত্র ছাপিয়ে আধার তাই উঠে এসেছে সবার উপরে। মোবাইলের সিম হোক কিংবা বিয়ের রেজিস্ট্রেশন, আধার বিনা গতি নেই। আধার কার্ডের ১২ ডিজিটের নম্বরটিই একজন ব্যক্তির পরিচয়পত্র। এই নম্বরটিকেই বলা হয় ইউনিক আইডেন্টিটি নাম্বার বা আধার নম্বর(ইউআইডি)। অর্থাৎ আধার কার্ডের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু জানেন কি, প্রত্যেকটি ১২ ডিজিটের সংখ্যা কিন্তু বৈধ নাও হতে পারে বা আধার হিসেবে গণ্য নাও করা হতে পারে? আরও ভালভাবে বললে, এমন অনেক আধার নম্বর আছে যেগুলি আসলে বৈধ নয়। আপনার আধার নম্বরটি বৈধ কি না জানবেন কীভাবে? এই প্রতিবেদনে জেনে নিন সেটাই।
[সতীনের সঙ্গে লড়াইয়ে কাটা গেল কান, তারপর…]
সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)-এর তরফে প্রত্যেককে তাঁদের আধার কার্ডের নম্বরটি বৈধ কিনা জেনে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু কীভাবে জানবেন?
[ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চলেছে উত্তর কোরিয়া!]
এজন্য প্রথমে একজনকে UIDAI পোর্টালে যেতে হবে। তারপর ‘Verify Aadhaar Number’ লেখাটির ওপর ক্লিক করতে হবে।
এরপরই নতুন খোলা ‘Verify Aadhaar Number’ পেজটিতে আধার কার্ড নম্বরটি দিতে হবে। তারপর ‘Enter Security Code’-এর পাশের জায়গাটিতে ছবিতে দেওয়া সংখ্যাগুলি লিখতে হবে। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।
যদি আপনার আধার নম্বরটি বৈধ হয় তাহলে পরের পেজে সবুজ রংয়ের একটি বড় ‘টিক’ চিহ্ন আসবে। সঙ্গে আধার নম্বরটি যে বৈধ সেকথাও লেখা থাকবে। এছাড়াও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরের শেষ তিনটি নম্বর সেখানে দেখাবে। পাশাপাশি বেশ ব্যক্তিগত কিছু তথ্যও সেখানে দেখিয়ে দেবে।
কিন্তু যদি দেখা যায় আপনার আধার কার্ডটি বৈধ নয় তাহলে স্ক্রিনে লেখা ভেসে উঠবে যে, এই আধার নম্বরটি বৈধ নয়।
তাই দেরি কেন, দেখে নিন আপনার আধার নম্বরটি বৈধ কিনা?
The post আপনার আধার নম্বরটি কি বৈধ? রইল সেটা জানার পদ্ধতি appeared first on Sangbad Pratidin.