shono
Advertisement

এবার পাড়ার মুদির দোকানে মাত্র ১০ টাকায় মিলবে হাই স্পিড ডেটা

উদ্যোগ নরেন্দ্র মোদি সরকারের... The post এবার পাড়ার মুদির দোকানে মাত্র ১০ টাকায় মিলবে হাই স্পিড ডেটা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:26 PM Apr 21, 2017Updated: 07:27 PM Oct 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাত্র ১০ টাকার বিনিময়ে বাড়ির কাছের মুদির দোকান থেকে কিনতে পারবেন হাই স্পিড ইন্টারনেট ডেটা৷ ডিজিটাল ইন্ডিয়া গড়তে এমনই অভিনব উদ্যোগ কেন্দ্রের৷ সেন্টার ফর ডেভলপমেন্ট অফ টেলিম্যাটিক্স(সি-ডট)-এর উদ্যোগে শহর, আধা শহর ও গ্রামের ছোট দোকানে ‘পাবলিক ডেটা অফিস’ বা পিডিও পরিষেবা মিলবে৷

Advertisement

[‘আজান’-এর সময় মাইকের ব্যবহারে শব্দদূষণ, দাবি হিন্দু সংগঠনের]

ওই দোকানগুলিতে একটি করে ছোট পিডিও ডিভাইস রাখা থাকবে৷ যার দাম ৫০ হাজার টাকার বেশি হবে না৷ ওই দোকানগুলি থেকে যে কোনও গ্রাহক ওয়াই-ফাই ডেটা কিনতে পারবেন৷ সহজ করে বললে, এখন থেকে পাড়ার মুদির দোকানও ওয়াই-ফাই স্পট হয়ে উঠবে৷ ১০ টাকা থেকে শুরু হবে ডেটা চার্জ৷ এই পরিষেবার জন্য সার্ভিস চার্জ মকুব করা হয়েছে৷ সি-ডট হল কেন্দ্রীয় সরকারের টেলিকম রিসার্চ ও ডেভলপমেন্ট সেন্টার৷

সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর বিপিন ত্যাগী বলছেন, “দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল ইন্ডিয়ার সুফল পৌঁছে দিতে হবে৷ পিডিও-র কনসেপ্টটা এমনই যে একজন ঠেলাওয়ালাও এই মেশিন কিনে ডেটা পরিষেবা দিতে পারেন৷ ১০ টাকারও কমে গ্রাহকরা হাই স্পিড ডেটা পাবেন৷” তিনি জানিয়েছেন, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেল, এইচএফসিএল-এর মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বেধে এই উদ্যোগ দেশে ছড়িয়ে দেওয়া হবে৷

[হাফিজ সইদ সন্ত্রাসবাদী, ৯ বছর পর স্বীকার পাকিস্তানের]

The post এবার পাড়ার মুদির দোকানে মাত্র ১০ টাকায় মিলবে হাই স্পিড ডেটা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement