shono
Advertisement

বর্ষবরণে বিপুল চাপ, গ্রাহককে খাবার পৌঁছে দিতে ‘ডেলিভারি বয়’খোদ জোম্যাটো কর্ণধার!

৩১ ডিসেম্বর রাতে চারজন গ্রাহককে খাবার পৌঁছে দেন জোম্যাটো সিইও।
Posted: 01:22 PM Jan 01, 2023Updated: 02:53 PM Jan 01, 2023

সংবাদ সংস্থা ডিজিটাল ডেস্ক: দিনের শেষে তিনিও আসলে সংস্থার আরও একজন কর্মী। বার্তা দিলেন ভারতে খাবার সরবরাহের জনপ্রিয় সংস্থা জোম্যাটোর (Zomato) কর্ণধার দীপিন্দর গোয়েল (Deepinder Goyal)। বর্ষশেষে ও শুরুতে আনন্দে মাতছে মানুষ। উদযাপনের অন্যতম অংশ সুস্বাদু খাবার। যা ডেলিভারি দিতে ব্যস্ত সংস্থার কর্মীরা। এই অবস্থায় ৩১ ডিসেম্বর রাতে নিজেও খাবার ডেলিভারি করতে বেরিয়ে পড়লেন দীপিন্দর! সংস্থার লাল রঙের চেনা পোশাকে গ্রাহককে খাবার ডেলিভারি করতে বেরিয়েছেন, সেই ছবি নিজেই টুইটও করলেন।

Advertisement

বছর শেষে যখন আনন্দে মাতে সকলেই, তখন একদল মানুষ ঘাড় গুঁজে করে চলেন। অধিকাংশের আনন্দ উদযাপন যাতে নির্বিঘ্নে হয় তার জন্য পরিশ্রম করেন এই মানুষগুলো। তেমন কাজই করে থাকেন জোম্যাটোর মতো খাবার ডেলিভারি সংস্থার কর্মীরা। ৩১ ডিসেম্বরের মতো বিশেষ দিনে অর্ডার থাকে কয়েক গুণ বেশি। সেই চাহিদার কথা মাথায় রেখে, উৎসবের মধ্যে গোটা দেশের হাজার হাজার জোম্যাটো কর্মীদের কঠিন পরিশ্রমকে কুর্নিশ জানাতে পথে নামেন সংস্থার অন্যতম কর্ণধার দীপিন্দর।

[আরও পড়ুন: ‘আপনাদের নতুন জাতির জনক দেশের জন্য করেছেন কী?’, মোদিকে বেনজির তোপ নীতীশের]

৩১ তারিখ সন্ধ্যায় দীপিন্দর টুইট করেন, “এখন কয়েকটি অর্ডার ডেলিভারি দিতে যাচ্ছি। ঘণ্টা খানেকের মধ্যে ফিরে আসব।” পরে খাবারের প্যাকেট হাতে হাসিমুখে অর্ডার ডেলিভারি দিতে যাওয়ার ছবি-সহ ছবি পোস্ট করেন জোম্যাটোর সিইও। ক্যাপশানে লেখেন, “আমার প্রথম ডেলিভারি আমায় জোম্যাটো অফিসে ফিরিয়ে নিয়ে এল।” জানা গিয়েছে, বর্ষশেষের রাতে মোট চারটি অর্ডার ডেলিভারি করেছেন দীবিন্দর। এর মধ্যে এক প্রবীণ দম্পতিকে খাবার পৌঁছে দেন তিনি। যাঁরা নাতি-নাতনির সঙ্গে বছরের শেষ দিন কাটাচ্ছিলেন।

[আরও পড়ুন: কাশ্মীরের মানুষের মৌলিক অধিকার কেড়েছে মোদি সরকার, প্রধান বিচারপতিকে চিঠি মেহবুবার]

উল্লেখ্য, এর আগেও জোম্যাটোর পরিচিত লাল রঙের টি-শার্ট পরে গ্রাহকদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন স্বয়ং সংস্থার সিইও। কিছুদিন আগে সেকথা জানিয়েছিলেন, নকরি ডট কম’-এর মালিক সঞ্জীব বিকচন্দানি। তাঁর কথায়, প্রতি তিন মাস অন্তর এক বার এমন কাণ্ড করে থাকেন দীপিন্দর। ২০২২ সালের শেষ দিনে অবশ্য নিজের সংস্থার কর্মীদের বিশেষ বার্তাও দিয়ে রাখলেন সিইও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার