shono
Advertisement

আঠেরোর কনে ও পঞ্চান্নর বর, ববি দেওলের সিনেমার গানেই প্রেম শুরু পাক দম্পতির

বাস্তবের এই প্রেমের কাহিনি সিনেমার গল্পের মতোই রোম্যান্টিক।
Posted: 07:42 PM Aug 30, 2022Updated: 07:42 PM Aug 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘না মিলো হামসে জ্যায়দা … কহি প্যায়ার হো না জায়ে’ ববি দেওল ও রানি মুখোপাধ্যায়ের ‘বাদল’ সিনেমার গানটির কথা মনে আছে তো? বলিউড গানের প্রতি অনুরাগ থাকলে এ গান কোনও না আবেগঘন মুহূর্তে নিশ্চয়ই উপভোগ করেছেন। তবে তার জন্য কি নিজের থেকে ৩৭ বছরের ছোট মেয়ের প্রেমে পড়তে পারেন? তাঁকে বিয়ে করতে পারেন? হ্যাঁ, পারেন। যেমনটি পেরেছেন পাকিস্তানের ফারুক আহমেদ। ববি দেওলের সিনেমার গান শুনেই ৫৫ বছরের পাক ‘যুবক’ ১৮ বছরের মুসকানের প্রেমে পড়েছিলেন।

Advertisement

অসম বয়সের এই পাক দম্পতির প্রেমের খবর প্রকাশ্যে এসেছে ইউটিউবার সইদ বাসিত আলির মাধ্যমে। তিনিই দু’জনের সাক্ষাৎকার নিয়েছিলেন। সইদের প্রশ্নের উত্তরে নিজের প্রেমের কাহিনি জানান ফারুক। ফারুকের এলাকাতেই থাকতেন মুসকান। বলিউড গানের ভক্ত ১৮ বছরের যুবতী। বিশেষ করে ববি দেওলের ‘বাদল’ সিনেমার। মাঝে মধ্যেই সিনেমার গান গেয়ে উঠতেন মুসকান। যা একদিন ফারুকের কানে পৌঁছল। 

[আরও পড়ুন: ‘বিতর্ক হবে জানলে নগ্ন হতাম না!’ ফটোশুট বিতর্কে বয়ান রেকর্ড রণবীরের]

‘সামনেওয়ালি খিড়কি’ থেকে মুসকানের মিষ্টি গলায় গান শুনে মুগ্ধ হয়ে যান ফারুক। সেই গানের টানেই বারবার মুসকানের বাড়িতে গিয়ে হাজির হতেন। সঙ্গে নিয়ে যেতেন নানা রকমারি উপহার। ৫৫ বছরের ফারুকের ব্যবহার মুসকানেরও ভাল লেগে যায়। গানের মাধ্যমেই ভালবাসা জাহির করতে থাকেন অষ্টাদশী। 

রোম্যান্টিক মেজাজের ফারুক সে ইঙ্গিত বুঝতে সময় নেননি। তিনিও মুসকানের প্রেমে পড়ে যান। কিন্তু ৫৫ বছরের ব্যক্তির সঙ্গে ১৮ বছরের যুবতীর প্রেম? এ কেমন করে সম্ভব? এমন প্রশ্ন পাক মুলুকেও ওঠে। কোনও প্রশ্নের পরোয়া করেননি পঞ্চান্নর পাত্র ও আঠেরোর কনে। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনবার ‘কবুল হ্যায়’ তাঁরা বলেই ফেলেছেন। এখন দিব্যি আছেন দু’জন। ভালবাসার সুরে বাঁধা তাঁদের সংসার। 

[আরও পড়ুন: পুলে স্নানে নেমে জ্ঞান হারাল মা, ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচাল ১০ বছরের ছেলে, ভাইরাল ভিডিও]  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার