সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসে প্রথম দিন। সময়মতো হাজির হয়ে বসের কাছে রিপোর্টিং করতে গেলেন সদ্য চাকরিপ্রাপ্ত যুবক। আর শুরুতেই একেবারে তিক্ত অভিজ্ঞতা! বস জানালেন, এই অফিসে ওভার টাইম করতে হবে। তার জন্য মিলবে না কোনও বাড়তি পারিশ্রমিক। ব্যক্তিগত জীবন ও পেশা জীবনেও বিশেষ ফারাক থাকবে না। কথাবার্তায় সেটাও বুঝিয়ে দেন বস। এই শুনে প্রথম দিনের কাজ করেই চাকরি ছাড়লেন যুবক। সমাজিক মাধ্যমে নিজেই তিনি চাকরি থেকে ইস্তফার খবর জানিয়েছেন। যা রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কিন্তু কেন? কী এমন করেছেন তিনি?
সোশাল মিডিয়ার পোস্ট থেকে জানা গিয়েছে, ওই যুবক ৭ লক্ষ টাকার প্যাকেজে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ডিজাইনার হিসাবে একটি কোম্পানিতে যোগ দেন। পাশাপাশি, তিনি একটি স্টার্ট আপও চালান। এই কাজটি বেছে নেওয়ার পিছনে ওই যুবক জানিয়েছেন, তাঁর ধারণা ছিল এই কাজের সঙ্গে সঙ্গে তিনি নিজের ব্যবসার দিকেও নজর দিতে পারবেন। কিন্তু অফিসের প্রথম দিনই ম্যানেজমেন্ট অত্যাধিক কাজের কথা বলে, যা পূরণ করা সম্ভব নয় বলেই দাবি করেছেন ওই যুবক। তাঁর আরও দাবি, তাঁকে অতিরিক্ত টাকা ছাড়া শিফটের বাইরে কাজ করার কথা বলেছেন বস। সামাজিক মাধ্যমে তিনি আরও লিখেছেন, ''বিষয়টি নিয়ে বলতে গেলে বস জানান, কর্ম ও পেশার জীবনে সামঞ্জস্য রাখার কথা ভাবাটা অবাস্তব।''
তিনি লিখেছেন, ''প্রথম দিনের শেষে আমার রিপোর্টিং ম্যানেজার আমার কাছে স্পষ্ট করে দেন তাঁরা অত্যাধিক কাজের দাবি করছে। যা পূরণ করা অসম্ভব। এমনকী অতিরিক্ত কাজের জন্য কোনও টাকাও দেওয়া হবে না। অতিরিক্ত সময়ে কাজ করিয়ে কর্মীকে টাকা না দেওয়া আইনত অপরাধ ও কর্মীর প্রাপ্য থেকে তাঁকে বঞ্চিত করা।'' পাশাপাশি, বিভিন্ন জায়গায় কর্মরতদের প্রতি তাঁর বার্তা,''আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, খারাপ জায়গায় কাজ ছেড়ে দেওয়া উচিত। একদিনে ছাড়তে হলে সেটাই ভালো। বিষাক্ত কাজের পরিবেশ নিজের স্বাস্থ্য ও সম্মান সঙ্গে আপস করার মতো জায়গা নয়।"
যাঁর বিরুদ্ধে এত কথা, সংস্থার সেই আধিকারিক ওই কর্মীর পদত্যাগের ইমেল গ্রহণ করে জানিয়েছেন, ''একদিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনা অনেক কিছু শিখিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ।''