shono
Advertisement

অটোয় চড়লে ১ কেজি টমেটো দেবেন চালক! তবে মানতে হবে শর্ত

কী শর্ত দিচ্ছেন ওই অটো চালক?
Posted: 01:32 PM Jul 19, 2023Updated: 01:34 PM Jul 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের হেঁশেলে আগুন। টমেটোর দাম যেভাবে আকাশ ছুঁয়েছে তাতে স্বস্তি নেই আমজনতার। কিন্তু এই পরিস্থিতিতেই এক অটো চালকের দেখা মিলল, যিনি তাঁর যাত্রীদের বিনামূল্যে ১ কেজি টমেটো (Tomato) উপহার দিচ্ছেন! তবে শর্ত রয়েছে। সেই শর্ত পূর্ণ করলে তবেই মিলবে ‘মহার্ঘ’ উপহার।

Advertisement

চণ্ডীগড়ের এই অটো চালকের নাম অরুণ। গত ১২ বছর ধরে ভারতীয় সেনা জওয়ানদের থেকে তিনি এক পয়সাও ভাড়া নেন না। পাশাপাশি অন্তঃসত্ত্বা মহিলাদেরও হাসপাতালে নিয়ে যেতে হলেও তিনি নিখরচায় পৌঁছে দেয় গন্তব্যে। সেই অরুণই এবার অফার দিচ্ছেন বিনামূল্যে টমেটো উপহার দেওয়ার। তবে, এক্ষেত্রে রয়েছে একটি বিশেষ শর্ত। তা পূরণ করতেই হবে।

[আরও পড়ুন: সিবিআইয়ের আবেদন মঞ্জুর, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের অনুমতি রাজ্যপালের]

কী সেই শর্ত? শর্ত হল, অরুণের অটোয় অন্তত ৫ বার চাপতে হবে সেই যাত্রীকে। তবেই বিনামূল্যে টমেটো উপহার পাবেন তিনি। এখানেই শেষ নয়। আগামী অক্টোবরে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলায় যদি কোহলিরা জেতেন তাহলে টানা পাঁচদিন সবাইকে বিনা খরচে অটোয় চড়াবেন তিনি! কেন এমন এমন বিনামূল্যে পরিষেবা দেন অরুণ? তাঁর কথায়, ”আমার আয়ের এটাই উৎস। তবুও মানুষকে এই ধরনের পরিষেবা দিতে পারলে হৃদয় ভরে ওঠে।”

[আরও পড়ুন: ‘পদ আজ আছে, কাঁচি দিয়ে কাটতে দু’মিনিটও সময় লাগবে না’, বিক্ষুদ্ধ কর্মীদের হুঁশিয়ারি মদনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার