বাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভি থেকে ইউটিউব, বিজ্ঞাপনের অত্যাচার সহ্য করা অভ্যেস হয়ে গিয়েছে আমজনতার। তাই বলে সকলে এক ধাতের না, বুঝিয়ে দিলেন অভিষেক নামের বেঙ্গালুরুর বাসিন্দা এক যুবক। শহরের একটি জনপ্রিয় সিনেমা হলে হিন্দি সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সিনেমা শুরুর আগে টানা ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন চলে। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন অভিষেক। সময় নষ্ট করার অভিযোগে জনপ্রিয় সিনেমা হল এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি। মামলায় জয় হয়েছে অভিষেকেরই। ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনাটি ২০২৩ সালের। বেঙ্গালুরুর জনপ্রিয় প্রেক্ষাগৃহ পিভিআর আইনক্সে বিকেল ৪টে ৫-এর শোয়ে 'শ্যাম বাহাদুর' দেখতে গিয়েছিলেন অভিষেক। বুকিং অ্যাপ 'বুক মাই শো' থেকে টিকিট কেটেছিলেন বছর তিরিশের ওই যুবক। অভিষেকের অভিযোগ, সিনেমার শো শেষ হওয়ার কথা ছিল সন্ধে সাড়ে ৬টায়। তার পর জরুরি কাজ ছিল তাঁর। যদিও ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন চলায় সিনেমা শেষ হয় দেরিতে, জরুরি কাজও পিছতে হয়েছিল।
এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন অভিষেক। সিনেমা হল কর্তৃপক্ষ এবং টিকিট বুকিং সংস্থার নামে মামলা করেন তিনি! আদালতে অভিযোগপত্রে যুবক জানান, "সিনেমা হল এবং বুক মাই অ্যাপ তাঁর মূল্যবান সময় নষ্ট করেছে। তিনি জরুরি কাজ করতে পারেননি। যে ক্ষতি হয়েছে তা আর্থিক ক্ষতিপূরণেও পরিশোধ করা সম্ভব নয়।" আদালতে তিনি আরও জানান, সিনেমা দেখানোর সময়ে দর্শকদের বিজ্ঞাপন দেখতে বাধ্য করা একটি সম্পূর্ণ অন্যায্য বাণিজ্য পদ্ধতি।
আদালত অভিষেকের অভিযোগকে ন্যায্য মনে করে রায় দেয়। পিভিআর এবং আইনক্সকে সময় নষ্ট করার জন্য ৫০ হাজার টাকা, মানসিক হেনস্থার জন্য পাঁচ হাজার টাকা এবং যুবকের দায়ের করা মামলার খরচ বাবদ আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই টাকা তুলে দেওয়া হবে সিনেমা দেখতে গিয়ে হেনস্তা হওয়া যুবকের হাতে। এ ছাড়াও, পিভিআর এবং আইনক্সকে অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত।
