shono
Advertisement

Breaking News

Gujarat

মেয়ের স্বপ্নে মহাদেবের বার্তা! ৫০০ কিমি দূরের মন্দির থেকে শিবলিঙ্গ চুরি পরিবারের, তারপর...

কী করে শিবলিঙ্গ চুরি করলেন তাঁরা?
Published By: Subhankar PatraPosted: 06:07 PM Mar 01, 2025Updated: 04:43 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির ছোট মেয়ে স্বপ্ন দেখেছিলেন বাড়িতে আসতে চান মহাদেব! তিনি ঘরে আসলে পরিবারের সব দুঃখ, কষ্ট দূর হবে। তবে নতুন শিবলিঙ্গ তৈরি করে প্রতিষ্ঠা করলে হবে না! বাড়ি থেকে ৫০০ কিলোমিটার দূরের দ্বারকার ভিদভঞ্জন মহাদেব মন্দির থেকে শিবলিঙ্গ নিয়ে আসতে হবে। সেই মতো মন্দির থেকে শিবলিঙ্গ চুরি করে এনে পুলিশের জালে পরিবারের ৮ সদস্য।

Advertisement

শিবরাত্রির আগে দ্বারকার ভিদভঞ্জন মন্দির থেকে শিবলিঙ্গ চুরি হয়ে যায়। হইচই শুরু হয় গোটা এলাকাজুড়ে। প্রশ্ম উঠতে শুরু করে টাকা, সোনা ছেড়ে শুধু শিবলিঙ্গ চুরি করল কেন চোরেরা। প্রথমে মনে করা হয়, কেউ শিবলিঙ্গ সমুদ্রে ফেলে দিয়েছে। যাইহোক পুলিশে অভিযোগ জানান মন্দির কর্তৃপক্ষ।

এদিকে ৫০০ কিলোমিটার দূরে শিবরাত্রির দিন গুজরাটের হিম্মতনগরের একটি পরিবারে ওই মন্দিরের শিবলিঙ্গ মহাসমারোহে প্রতিষ্ঠা করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন তথ্যপ্রমাণ দেখে খুঁজতে, খুঁজতে তাঁদের বাড়ি হাজির পুলিশ। তাতে চক্ষু চড়কগাছ পুলিশের কর্তাদের! ওই মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করছে অভিযুক্ত পরিবার।

কিন্তু কী করে শিবলিঙ্গ চুরি করলেন তাঁরা? বাড়ির মেয়ে স্বপ্নে ওই মন্দিরের শিবলিঙ্গ দেখেছেন জানার পর সেখানে তীর্থে যায় পরিবার। রীতিমতো রেইকি করেন তাঁরা। মন্দিরে কোনও সিসিটিভি না থাকায় সেই কাজে আরও সুবিধা হয়েছে। যে সময় মন্দির ও আশেপাশে কোনও লোক থাকে না, ঠিক সেই সময়ে শিবলিঙ্গ চুরি করে সোজা বাড়ি। পুজোও শুরু করেন তাঁরা। অবশেষে গ্রেপ্তার হতে হল সবাইকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ির ছোট মেয়ে স্বপ্ন দেখেছিলেন বাড়িতে আসতে চান মহাদেব! তিনি বাড়িতে আসলে পরিবারের সব দুঃখ কষ্ট দূর হবে।
  • তবে নতুন শিবলিঙ্গ তৈরি করে প্রতিষ্ঠা করলে হবে না।
  • বাড়ি থেকে ৫০০ কিলোমিটার দূরের দ্বারকার হর্ষদের ভেদভঞ্জন মন্দির থেকে শিবলিঙ্গ নিয়ে আসতে হবে।
Advertisement