shono
Advertisement
Madhya Pradesh

ঠিক যেন শাহজাহান! ভালোবেসে স্ত্রীকে 'তাজমহল' উপহার দিলেন স্বামী, দেখুন ভিডিও

বাড়িটির মূল্য প্রায় ২ কোটি টাকা।
Published By: Subhodeep MullickPosted: 07:41 PM Jun 15, 2025Updated: 09:51 PM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালোবাসাই সব। এর টানে মানুষ কঠিন বাধাও এক নিমেষে পার করতে পারে। এই পথে হেঁটেই স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় ২২ বছর ধরে তাজমহল বানিয়েছিলেন শাহজাহান। পৃথিবীর সপ্তম আশ্চর্যকে দেখে আজও বিশ্মিত হয় গোটা বিশ্বের মানুষ। ৩৫০ বছর পর ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার মধ্যপ্রদেশে। ভালোবাসার প্রতীক হিসাবে স্ত্রীকে তাজমহলের আদলেই বাড়ি বানিয়ে দিলেন স্বামী।

Advertisement

মধ্যপ্রদেশের বাসিন্দা আনন্দ প্রকাশ চোকসির সঙ্গে  মঞ্জুশার বৈবাহিক সম্পর্ক দীর্ঘদিনের। বহুদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল স্ত্রীকে বড় কিছু উপহার দেওয়ার। আর সেই জন্যই বানিয়ে ফেলেন তাজমহলের আদলে ওই বাড়ি। সুবিশাল সেই প্রাসাদের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। দেখে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। বলা বাহুল্য, প্রত্যেকেই আশ্চর্য।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আয়তনে আসল তাজমহলের এক তৃতীয়াংশ এই বাড়িটির মূল্য প্রায় ২ কোটি টাকা। রাজস্থানের বিখ্যাত মাকরানার পাথর দিয়ে তৈরি হয়েছে গোটা প্রাসাদটি। ভিতরের আসবাবপত্র আবার বানিয়েছেন সুরাট এবং মুম্বইয়ের কারিগররা। বাড়িটির ভিতরে রয়েছে মোট চারটি বেডরুম, একটি রান্নাঘর এবং একটি লাইব্রেরি। শুধু তাই নয়, এটি নির্মাণ করতে আনন্দ নাকি  কারিগরদের একাধিকবার আসল তাজমহলেও নিয়ে গিয়েছেন। তারপর বেশ কয়েকবছর আক্লান্ত পরিশ্রমের পর বাড়টির নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভালোবাসাই সব। এর টানে মানুষ কঠিন বাধাও এক নিমেষে পার করতে পারে।
  • এই পথে হেঁটেই স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় ২২ বছর ধরে তাজমহল বানিয়েছিলেন শাহজাহান।
  • ৩৫০ বছর পর ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি।
Advertisement