সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্যের সঙ্গে মুম্বই পুলিশে (Mumbai Police) চাকরি করেছে। নিজের কর্তব্যে ছিল অবিচল। বোমা, মাদক-সহ বহু পাচারের জিনিস, এমনকী ধূর্ত অপরাধীকেও শনাক্ত করার ব্যাপারে সে ছিল ওস্তাদ। রোগভোগে মুম্বই পুলিশের অবসরপ্রাপ্ত সেই কর্মীর মৃত্যু হয়েছে সম্প্রতি। শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যু সম্পন্ন হল তার, দেওয়া হল গান স্যালুটও। কর্মীর নাম সিম্বা। মুম্বই পুলিশের ‘স্নিফার ডগ’ ছিল সে। ভাইরাল হয়েছে সিম্বার শেষকৃত্যের ভিডিও।
মানুষ হোক বা কুকুর, সম্মান পেতে হলে তা অর্জন করতে হয়। ২০১৩ সালে মুম্বই পুলিশের সদস্য হয়েছিল সিম্বা। মূলত বিস্ফোরক শনাক্তের কাজে ট্রেনিং দেওয়া হয়েছিল তাকে। ভিভিআইপি (VVIP) ও ভিআইপিদের (VIP) নিরাপত্তা নিশ্চিত করত সে। কর্মরত অবস্থায় নিজের কাজ সাফল্যের সঙ্গে করেছে সিম্বা, জানিয়েছে পুলিশ। মুম্বই পুলিশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয় সেই সিম্বার শেষকৃত্যের ভিডিও। সঙ্গে লেখা হয়, “আমাদের অন্যতম সেরা কর্মীর জন্য তিনটি গান স্যালুট। শান্তিতে বিশ্রাম নাও সিম্বা। তুমি ছিলে আমাদের অন্যতম শ্রেষ্ঠ সহযোগী, আমরা যেমনটা চেয়েছিলাম।”
[আরও পড়ুন: ‘EVM সংক্রান্ত নিয়মভঙ্গ হয়েছে’, ভোটগণনার আগের দিনই বিস্ফোরক স্বীকারোক্তি বারাণসীর কমিশনারের]
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে অসুস্থ হয় সিম্বা। শুক্রবার মৃত্যু হয় তাঁর। পারেলের (Parel) পশু চিকিৎসালয়ে তাকে গান স্যালুট দেওয়া হয়। সেখানেই তার শেষকৃত্যও সম্পন্ন হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিম্বার শেষকৃত্যের ভিডিও। আবেগাপ্লুত হয়ে পড়েন নেটিজেনরা। একজন মন্তব্য করেন, “মানুষের সেরা বন্ধু সবসময় আমাদের হৃদয়ে থাকবে। জাতির সেবাই মানবতার সেবা।” আরেক নেটিজেন লেখেন, “কুকুর নিঃস্বার্থ তথা নিঃশর্ত ভালবাসার জীবন্ত প্রতীক। শান্তিতে বিশ্রাম নাও। তোমার এতদিনের সেবার জন্য ধন্যবাদ।”
[আরও পড়ুন: পালিয়ে বিয়ে করায় হুমকি দিচ্ছেন বাবা, নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ মন্ত্রীকন্যা]
প্রসঙ্গত, ২০১৩ সালে মুম্বই পুলিশের আরও এক ‘স্নিফার ডগ’ প্রিন্সকে ‘২১ গান স্যালুট’ দেওয়া হয়েছিল। মুম্বই পুলিশের ২১ জন আধিকারিক প্রিন্সকে শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, প্রিন্স কুখ্যাত ২৬/১১ জঙ্গি হামলায় বোমা শনাক্তকরণ দলটির সদস্য ছিল।