shono
Advertisement
Meerut Horror

মুসকানের 'কীর্তি' উসকে নবদম্পতিকে নীল ড্রাম উপহার বন্ধুদের! ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

এই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:11 PM Apr 22, 2025Updated: 05:11 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে খুন করে স্ত্রী মুসকান রাস্তোগি এখন গরাদের ওপারে। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে দেহ টুকরো করে নীল ড্রামে ভরে দিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় শিরোনামে উত্তরপ্রদেশের মিরাট। নেট দুনিয়ায় চর্চায় নীল ড্রাম। এই বিষয়টি অনেকের কাছেই রীতিমত আতঙ্ক হয়ে উঠেছে। সেই নীল ড্রামই নবদম্পতিকে উপহার দিয়ে চমকে দিল বন্ধুরাই! কিন্তু এই ঠাট্টায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

Advertisement

দিন দুয়েক আগেই একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। নিমন্ত্রিতরা তাঁদের হাতে এসে উপহার দিচ্ছেন। সকলের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন দু'জনে। এরপরই আগমন ঘটে বন্ধুদের। একটি নীল ড্রাম নিয়ে মঞ্চে উঠে আসেন তাঁরা। উপহার হিসাবে নবদম্পতিকে দেন। ধীরে ধীরে বিষয়টি বুঝতে পারেন দু'জনে। ড্রামটি হাতে নিয়ে হাসতে শুরু করেন কনে। ভিডিওটি উত্তরপ্রদেশের হামিরপুরের বলেই খবর।

বিয়েতে বন্ধুদের এহেন মজা অনেকেই ভালোভাবে নেননি। ক্ষোভ উগরে গিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা। অনেকের বলছেন, বিষয়টি ‘অসংবেদনশীল’। কেউ কেউ ভিডিওর নিচে লিখেছেন, ‘এই ধরনের হত্যা নিয়ে মজা করা ঠিক নয়। এরা কেমন বন্ধু?' উল্লেখ‌্য, গত ৪ মার্চ প্রেমিক সাহিল শুক্লার সাহায্যে সৌরভকে খুন করে মুসকান।

এপ্রিলে তদন্তকারীরা জানান, এই খুনের সপ্তাহখানেক আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন মুসকান। নিজেও সে কথা জানতেন না। জেলের নিয়ম অনুযায়ী, অন‌্য অন্তঃসত্ত্বা মহিলা বন্দিদের মতো জেলের ভিতরে এখন বিশেষ সুবিধা পাচ্ছেন মুসকান। তাঁকে পুষ্টিকর খাবার খেতে দেওয়া হচ্ছে। নিয়মিত শরীর স্বাস্থ‌্য চেক আপও হচ্ছে। অন্যান্য বন্দিদের থেকে মুসকানকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে । যদিও সৌরভের ভাই জানিয়েছেন, গর্ভস্থ সন্তান তাঁর দাদার হলে তিনি তার দেখভাল করবেন। তা না হলে কোনও দায়িত্বই নেবেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতকে খুন করে স্ত্রী মুসকান রাস্তোগি এখন গরাদের ওপারে।
  • প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে দেহ টুকরো করে নীল ড্রামে ভরে দিয়েছিলেন বলে অভিযোগ।
  • এই ঘটনায় শিরোনামে উত্তরপ্রদেশের মিরাট। নেট দুনিয়ায় চর্চায় নীল ড্রাম। এই বিষয়টি অনেকের কাছেই রীতিমত আতঙ্ক হয়ে উঠেছে।
Advertisement