shono
Advertisement

OMG! বেড়াতে গিয়ে তরুণীর হারানো ব্যাগের খোঁজ মিলল ২১ হাজার কিলোমিটার দূরে!

অনলাইনে একটি প্রতিবেদন পড়তে গিয়ে হারানো ব্যাগের সন্ধান পেলেন তরুণী!
Posted: 08:40 PM Jun 04, 2022Updated: 09:01 PM Jun 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দের ছুটি পরিণত হয় চরম অস্বস্তিতে, যদি ঘুরতে গিয়ে সঙ্গের লাগেজটি খোয়া যায়। তাই হয়েছিল এক তরুণীর। সম্প্রতি ওই তরুণী বেড়াতে গিয়েছিলেন নীল জলের অপূর্ব এক দ্বীপে। না, সেখানে কোনও গোলমাল হয়নি। কিন্তু তার আগেই যা ঘটার ঘটে যায়। বিমানে যাত্রা শেষে গন্তব্যে পৌঁছে খেয়াল করেন তাঁর একটি ব্যাগ গায়েব হয়েছে। ব্যাগের খোঁজে বিমান সংস্থার যোগাযোগ করা হলেও সদুত্তর মেলেনি। কিন্তু পরে অদ্ভূত ভাবে নিজের ব্যাগের সঙ্গে দেখা হয়ে যায় তাঁর। তবে কিনা ব্যাগটি তখন তরুণীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে।

Advertisement

৩৫ বছরের ওই মহিলার নাম লরা সিম্পসন (Laura Simpson)। ভূমধ্যসাগরীয় দ্বীপ মেনোরকায় (Menorca) সপরিবারে বেড়াতে গিয়েছিলেন তিনি। মেনোরকায় পৌঁছেই লরা বুঝতে পারেন, তাঁর একটি ব্যাগ হারিয়েছে। যদিও বিমান সংস্থা জানায়, ব্যাগটিকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যেই অনলাইনে একটি প্রতিবেদন পড়তে গিয়ে তাজ্জব বনে যান লরা। দেখেন, ওই প্রতিবেদনের সঙ্গে থাকা ছবিতে বেশ কয়েকটি ব্যাগের ভিড়ে রয়েছে তাঁর ব্যাগটিও। যদিও ছবিটি ছিল ম্যাঞ্চেস্টার বিমানবন্দরের। অর্থাৎ কিনা ব্যাগটি ততক্ষণে কীভাবে যেন ২১ হাজার কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে!

[আরও পড়ুন: প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্সে অনুমোদন দিল DGCI]

ওই প্রতিবেদন পরে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন লরা। জানান, ব্যাগ তিনি পাননি। লরার দাবি, এরপরেও বিমান সংস্থা ব্যাগ ফেরত পাঠানোর ব্যবস্থা করেনি। এমনকী পরে তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়নি। অথচ ব্যাগের মধ্যে হাঁপানির ওষুধ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল, দাবি লরার। এর মধ্যে মেনোরকায় ভ্রমণ ফুরিয়েছে। বাড়ি ফিরেছেন লরা সিম্পসন। যদিও ঘরের ব্যাগ ঘরে ফেরেনি বলেই জানা গিয়েছে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৯, ভিতরে আটকে বহু শ্রমিক]

লরার ভাগ্য সঙ্গে দিলে ব্যাগ ফেরত পেতেও পারেন তিনি। এ জীবনে আদতে কিছুই হারায় না, কেবল স্থানান্তর ঘটে। যেমন হারানো মানিব্যাগ ফিরে পেয়ে তাজ্জব বনে গিয়েছিলেন অ্যান্ডি ইভানস নামের এক যুবক। সাত বছর পর হারিয়ে যাওয়া নিজের মানিব্যাগটিকে ফিরে পেয়ে চমকে গিয়েছিলেন ওই যুবক। এমনকী হারানোর সময় যা কিছু ছিল ওই মানিব্যাগে, সবকিছুই ফিরে পান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার