shono
Advertisement
Operation Sindoor

পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুরের দিন জন্ম মেয়ের, 'সিন্দুর' নাম রাখল পরিবার

সেনার মতোই একদিন দেশকে গর্বিত করবে মেয়ে, আশা বাবার।
Published By: Kishore GhoshPosted: 03:37 PM May 08, 2025Updated: 03:44 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান দ্বন্দ্ব কি এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে? সেই সময় বিহারের বাসিন্দা কুন্দন কুমার মণ্ডলের ঘরে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। পরিবারের নতুন সদস্যের নাম দিতে দেরি করেননি গর্বিত পিতা। নাম রেখেছেন 'সিন্দুর'। বলা বাহুল্য, পহেলগাঁও হামলার বদলায় ভারতের 'অপারেশন সিঁদুর'কে মাথায় রেখেই মেয়ের নাম দিয়েছেন তিনি।

Advertisement

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফ জঙ্গিরা। বদলা নিতে ৭ এপ্রিল পঁচিশ মিনিটের 'অপারেশন সিঁদুর' চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই অভিযানে অন্তত একশো জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। গর্বের এই সেনা অভিযানকে মনে রেখেই মেয়ের নামকরণ করেছেন কুন্দন। তিনি বলেছেন, নিরীহ সাধারণ মানুষকে মেরে দেশের ক্ষতি করতে চেয়েছিল জঙ্গিরা। পালটা হামলা চালিয়ে আমাদের গর্বিত করেছে সেনা বাহিনী।

কেবল সদ্যজাত 'সিন্দুর'-এর বাবাই নন, কাকিমা এবং হাসপাতালকর্মীরাও বলছেন, বর্তমান পরিস্থিতিতে এরচেয়ে ভালো নাম হতেই পারে না। একদিন ঠিক এই নামের তাৎপর্য অনুভব করবে ভারতের মেয়ে। তাদের আশা, দেশের সেনার মতোই আজকের ছোট্ট মেয়ে ভবিষ্য়তে দেশকে গর্বিত করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত একটা পাঁচ থেকে দেড়টার মধ্যে পঁচিশ মিনিটের অপারেশন চালিয়ে বদলা নিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, কোটলি গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের এবং ভাওয়ালপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বায়ুসেনার এই অভিযানে একশো জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফ জঙ্গিরা।
  • মঙ্গলবার রাত একটা পাঁচ থেকে দেড়টার মধ্যে পঁচিশ মিনিটের অপারেশন চালিয়ে বদলা নিয়েছে ভারত।
Advertisement