ফিউচার জেনারেলি ‘হেলথ আনলিমিটেড’ নামে একটি স্বাস্থ্য বিমা চালু করেছে। একটি সমীক্ষা অনুসারে স্বাস্থ্য খাতে ব্যয় ক্রমেই বাড়ছে, ভারতে প্রতি চারজন বিমা গ্রাহকের মধ্যে তিনজন তাঁদের স্বাস্থ্য বিমা কভারেজের পর্যাপ্ততা নিয়ে চিন্তিত। জানাচ্ছেন, ফিউচার জেনারেলির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অনুপ রাউ।
১। ক্লেম হলে, প্রতি তিনজনের মধ্যে দুইজন ব্যক্তি নিরাপদ বোধ করেন না। এবং অপ্রত্যাশিত বিলের সম্মুখীন হন বলে তাদের কভারেজ অপর্যাপ্ত বলে মনে হয়।
২। দশজনের মধ্যে নয়জন স্বাস্থ্য বিমা পলিসিহোল্ডার মনে করেন যে বিমাকৃত অর্থের রিচার্জ একটি বড় সুবিধা।
৩। প্রয়োজনের ও যোগানের অনুধাবন করে, ফিউচার জেনারেলি এই "স্বাস্থ্য আনলিমিটেড" চালু করেছে।
উল্লেখ্য, এই সমীক্ষা (যা সম্প্রতি ২৫+ বছর বয়সী ৮০০ জন বিমাকৃত ব্যক্তির উপর হয়েছিল) বর্তমান স্বাস্থ্য বিমা কভারেজের পর্যাপ্ততা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। ২০২১ সালে অন্যান্য এশীয় দেশগুলির মধ্যে ভারতে চিকিৎসা ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ - প্রায় ১৪ শতাংশ - যা চিন (১২ শতাংশ), ইন্দোনেশিয়া (১০ শতাংশ), ভিয়েতনাম (১০ শতাংশ) এবং ফিলিপাইনস (৯ শতাংশ)-কে ছাড়িয়ে গিয়েছে।
হেলথ আনলিমিটেড চালু করার বিষয়ে মন্তব্য করতে গিয়ে, ফিউচার জেনারেলির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অনুপ রাউ, বলেছেন, “স্বাস্থ্য কভার থাকা সত্ত্বেও চিকিৎসার ক্রমবর্ধমান খরচ ভারতের বেশিরভাগ মানুষের জন্য উদ্বেগের কারণ।’’ তিনি বলেছেন, ‘‘বিস্তৃত স্বাস্থ্য বিমা অফার, 'হেলথ আনলিমিটেড', নিশ্চিত করবে যে গ্রাহকদের বিমার পরিমাণ শেষ হয়ে যাওয়া নির্বিশেষে, উচ্চ বিলের সময়েও কভার ফুরিয়ে যাবে না।’’
বেস কভারেজ ছাড়াও, এই পরিকল্পনাটি ক্রমবর্ধমান চিকিৎসা খরচ এবং ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা চাহিদার পরিপ্রক্ষিতে সুরক্ষা দেবে। এটি রোগীর হাসপাতালে ভর্তি, ডে-কেয়ার চিকিৎসা, আয়ুষ চিকিৎসা, স্বাস্থ্য বিমা পলিসির আওতায় আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি সহ সাবেক ভারতীয় চিকিৎসা ব্যবস্থার কভারেজ, হাসপাতালে ভর্তির পূর্ব এবং পরবর্তী খরচ, অঙ্গ দাতার খরচ অন্তর্ভুক্ত করে।
"হেলথ আনলিমিটেড" এর মূল সুবিধা:
ক। আনলিমিটেড কভারেজ: এই সুবিধাটি দাবির সম্পূর্ণ খরচ কভার করবে (বিমার পরিমাণ নির্বিশেষে), পলিসির জীবদ্দশায় একবার এবং যেকোনও একটি ক্লেমের জন্য।
খ। ইনফ্লেশন গার্ড: ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয়ের বিরুদ্ধে সুরক্ষার জন্য বিমাকৃত অর্থের বার্ষিক বৃদ্ধি।
গ। প্রিমিয়াম পেব্যাক: ৫ম বছরে পুনর্নবীকরণ প্রিমিয়ামের উপর ছাড়, যা ১ম বছরের মূল প্রিমিয়ামের সমতুল্য, যদি পূর্ববর্তী ৪টি পলিসি বছরে কোনও দাবি না থাকে।
ঘ। আনলিমিটেড রিফিল: দ্বিতীয় ক্লেমের পর থেকে বেস বিমাকৃত অর্থ বার বার রিফিল করা হয়। এছাড়াও একাধিক ট্রিটমেন্টের জন্য কোন সাব-লিমিট নেই, এই কথা বলা হয়েছে।