shono
Advertisement

গ্যারান্টিড রিটার্নের ইঙ্গিত দিচ্ছে এলআইসি নিউ পেনশন প্লাস

সিঙ্গল প্রিমিয়াম প্রকল্প হিসাবে নতুন প্ল‌্যানটি কিনতে পারেন গ্রাহক।
Posted: 05:47 PM Sep 23, 2022Updated: 05:47 PM Sep 23, 2022

গ‌্যারান্টিড রিটার্নের ইঙ্গিত দিচ্ছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের নিউ পেনশন প্লাস প্ল‌্যান। সিঙ্গল প্রিমিয়াম প্রকল্প হিসাবে নতুন প্ল‌্যানটি কিনতে পারেন গ্রাহক। আবার রেগুলার প্রিমিয়াম পেমেন্টের বিকল্পও থাকবে। অল্পবয়সি গ্রাহক যদি প্ল‌্যানটির প্রতি আগ্রহী হন, তাঁর জন‌্য বিশেষভাবে উপযোগী হবে এটি। ভালভাবে নিজের রিটায়ারমেন্ট প্ল‌্যানিং করতে সক্ষম হবেন তিনি।

Advertisement

নিচের তালিকায় কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হল-
# নিউ পেনশন প্ল‌্যান একটি নন-পার্টিসিপেটিং পলিসি। (ইউনিট-লিঙ্কডও বটে)।
# চার ধরনের ফান্ডের মধ্যে থেকে পলিসিহোল্ডার বেছে নিতে পারেন তাঁর জন‌্য যেটি যথাযথ।
# একাধিক ‘ফ্রি-সুইচ’ পেতে পারেন পলিসি হোল্ডার প্রতি পলিসি বছরে।
# যদি সিঙ্গল প্রিমিয়ামের বিকল্প নেন গ্রাহক, তাহলে তিনি পাবেন ৫% পর্যন্ত গ‌্যারান্টিড অ‌্যাডিশন।
# যদি রেগুলার প্রিমিয়ামই তাঁর পছন্দ, তাহলে গ‌্যারান্টিড অ‌্যাডিশন হতে পারে ৫% থেকে ১৫.৫% পর্যন্ত।

[আরও পড়ুন: মূলধন নিরাপদে রেখে লক্ষ্মীলাভ, জেনে নিন ক্যাপিটাল প্রোটেকশন ওরিয়েন্টেড স্কিমের কথা]

এই ধরনের প্রকল্প ব‌্যবহার করে দীর্ঘমেয়াদী কর্পাস তৈরি করা সম্ভব বলে এলআইসি মনে করে। পঁচিশ বছর বয়স থেকে শুরু করা যেতে পারে-অনেক দিন ধরে প্রকল্প চালাতে পারলে ছোট/সাধারণ ইনভেস্টরও উপকৃত হবেন বলে ইনসিওরেন্স বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তবে এই প্রসঙ্গে বলা ভাল যে গ্রাহকরা যেন সব শর্ত বুঝে নেন। গ‌্যারান্টিড অ‌্যাডিশন সম্পর্কিত সমস্ত শর্তাবলী বিশেষভাবে জানা দরকার। এছাড়াও ঠিক কত ইনসিওরেন্স কভার তাঁরা পাবেন তা জানা উচিত।

এই বিষয়ে বিশদে জানার জন‌্য আমরা যোগাযোগ করেছি বিমা বিশেষজ্ঞ শ্রী অনিমেষ সেনের সঙ্গে। তাঁর বক্তব‌্য সংক্ষেপে তুলে ধরা হল।

# বেশি দিন যদি কেউ বেঁচে থাকেন (আজকাল প্রায়শই এমন দেখা যায়) তাহলে যথেষ্ট বড় কর্পাস না থাকলে প্রবল অসুবিধায় পড়তে যেতে পারে।
# অনেক সময় দেখি, প্রাইভেট সংস্থার কর্মী বা ব‌্যবসায়ীদের রিটায়ারমেন্টের প্ল‌্যান আদৌ নেই। এঁদের বিশেষভাবে সজাগ থাকতে হবে তুলনায় অল্প বয়স থেকেই।
#কর্পাস তৈরি করুন নিষ্ঠা সহকারে। ষাট বছর বা অবসরের সন্ধিক্ষণে অ‌্যানুইটির দিকে নজর দিন, তারই উপর নির্ভর করতে হবে হয়তো বাকি জীবন।
#ইনফ্লেশন-ইনডেক্সড প্রোডাক্ট প্রায় নেই বললেই চলে। কত টাকা লাগবে অবসরকালীন জীবনে, এই অঙ্কটি কষার সময় ইনফ্লেশনের হিসাব ভুল করেন অনেকেই। ফল হয় মারাত্মক।
#অনেক দিন আগেই যদি প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে ফল ভালই হবে, আশা করা যায়। তবে ইকু‌্যইটিতেই তা সম্ভব, ডেটের
ক্ষমতা অনেক সীমিত। দশ, বিশ বা তার বেশি বছর যদি ইকুইটি-নির্ভর প্রকল্পে টাকা রাখেন, তাহলে রিটার্ন চমকপ্রদ হতে পারে। গ‌্যারান্টি নেই অবশ‌্য, এ কথাও ভুলবেন না কিন্তু।
#অ‌্যানুইটি কিনলে সব দেখেশুনে কিনুন। স্পাউস (স্ত্রী বা স্বামী, যিনি জীবিত থাকবেন গ্রাহকের মৃতু‌্য হলে) কী সুবিধা পেতে পারেন, তা নির্দিষ্টভাবে জানুন।

[আরও পড়ুন: আর্থিক লক্ষ‌্যপূরণে পরিশ্রমের বিকল্প নেই, শিখে নিন লগ্নির সহজপাঠ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement