shono
Advertisement
Personal Finance

মুথূট ফিনকর্প চালু করল V NCD সিরিজ, লক্ষ্য ৩৫০ কোটি টাকা তোলা, রইল তথ্য

Tranche V ইস্যুর বেস সাইজ হল ১০০ কোটি টাকা, যার গ্রীন শু বিকল্প হল ২৫০ কোটি, মোট ৩৫০ কোটি পর্যন্ত।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:33 PM May 14, 2025Updated: 03:34 PM May 14, 2025

১৩৮ বছর বয়সি মুথূট পাপ্পাচান গ্রুপ (মুথূট ব্লু)-এর ফ্ল্যাগশিপ কোম্পানি মুথূট ফিনকর্প লিমিটেড (MFL) Tranche V সিরিজের সুরক্ষিত ও রিডিমেবল নন-কনভার্টিবল ডিবেঞ্চার (NCD) লঞ্চ করেছে। প্রত্যেকটির মূল্য ১০০০/- টাকা, ইস্যু করা হয়েছে এপ্রিল ২৯, ২০২৫ তারিখে। এই অফারিংয়ের উদ্দেশ্য ঋণ দেওয়া এবং ফাইন্যান্সিংয়ের কাজে, চালু ঋণের সুদ ও আসল শোধ করার কাজে সাহায্য করা এবং সাধারণ কর্পোরেট প্রয়োজন মেটানো। মুথূট ফিনকর্পের লক্ষ্য অনুমোদিত ২০০০ কোটি টাকার শেলফ লিমিটের মধ্যে ৩৫০ কোটি টাকা পর্যন্ত তোলা।

Advertisement

Tranche V ইস্যুর বেস সাইজ হল ১০০ কোটি টাকা, যার গ্রীন শু বিকল্প হল ২৫০ কোটি, মোট ৩৫০ কোটি পর্যন্ত। NCD-গুলি ২৪, ৩৬, ৬০ এবং ৭২ মাসের একাধিক মেয়াদের বিকল্পে ৯.০০% থেকে ১০.০০% এফেক্টিভ অ‌্যানুয়াল ইল্ড জোগাচ্ছে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্স বা স্টক অ্যালটমেন্ট কমিটির অনুমোদনক্রমে আগেই বন্ধ না হলে এবং সংশোধিত (SEBI NCS রেগুলেশনস) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (ইস্যু অ্যান্ড লিস্টিং অফ নন-কনভার্টিবল সিকিউরিটিজ) রেগুলেশনস, ২০২১-এর প্রযোজ্য নিয়মানুযায়ী NCD Tranche V চালু থাকবে মে ১৩, ২০২৫ পর্যন্ত।

এই NCD-গুলিকে CRISIL রেটিংস লিমিটেড CRISIL AA-/Stable (“CRISIL ডাবল A মাইনাস উইথ এ স্টেবল আউটলুক”) রেটিং দিয়েছে। এ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আর্থিক দায়গুলি যথাসময়ে পালন করার জন্য উচ্চমাত্রার নিরাপত্তা আছে এগুলিতে। যেসব ব্যক্তি লগ্নিকারী মধ্যস্থতাকারীদের (যাদের মধ্যে আছে সিন্ডিকেটের সদস্য, স্টকব্রোকার, RTA এবং ডিপোজিটরি অংশগ্রহণকারী) মাধ্যমে আবেদন করবেন, তাঁরা ৫ লাখ টাকা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে একটি বৈধ ইউপিআই আইডি সমেত ইউপিআই ব্যবহার করে ফান্ড ব্লকিং করতে পারেন। লগ্নিকারীরা অন্যান্য মাধ্যম দিয়েও আবেদন করতে পারেন, যার মধ্যে আছে SCSB এবং স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম।

মুথূট ফিনকর্প, মুথূট ফিনকর্প ওয়ান অ্যাপের মাধ্যমে নির্ঝঞ্ঝাট লগ্নির ব্যবস্থা চালু করেছে, যা ক্রেতাদের যে কোনও সময়ে যে কোনো জায়গা থেকে লগ্নি করার সুবিধা দিয়েছে। এই অ্যাপভিত্তিক ইউপিআই লগ্নি ব্যবস্থা কোম্পানির ৩,৭০০+ শাখার শক্তিশালী অফলাইন নেটওয়ার্কের পরিপূরক হিসাবে কাজ করে।

শাজি ভার্গিস, সিইও – মুথূট ফিনকর্প লিমিটেড জানিয়েছেন, “আমরা আমাদের নতুন NCD সিরিজ লঞ্চ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এতে লগ্নিকারীরা এক সুরক্ষিত ও মোটা মুনাফার লগ্নির সুযোগ পাবেন। আমাদের ৩,৭০০-র বেশি শাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে, আমাদের মোবাইল অ্যাপ – মুথূট ফিনকর্প ওয়ান-এর মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত লগ্নির ক্ষেত্রে এবং আমাদের পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে অংশগ্রহণ মসৃণ করা হয়েছে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৩৮ বছর বয়সি মুথূট পাপ্পাচান গ্রুপ (মুথূট ব্লু)-এর ফ্ল্যাগশিপ কোম্পানি মুথূট ফিনকর্প লিমিটেড (MFL) Tranche V সিরিজের সুরক্ষিত ও রিডিমেবল নন-কনভার্টিবল ডিবেঞ্চার (NCD) লঞ্চ করেছে।
  • এই অফারিংয়ের উদ্দেশ্য ঋণ দেওয়া এবং ফাইন্যান্সিংয়ের কাজে, চালু ঋণের সুদ ও আসল শোধ করার কাজে সাহায্য করা এবং সাধারণ কর্পোরেট প্রয়োজন মেটানো।
  • মুথূট ফিনকর্পের লক্ষ্য অনুমোদিত ২০০০ কোটি টাকার শেলফ লিমিটের মধ্যে ৩৫০ কোটি টাকা পর্যন্ত তোলা।
Advertisement