পিএনবি-র উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল ‘কার লোন মেলা’। অংশ নিয়েছিলেন মারুতি সুজুকি, টাটা মোটরসের মতো সংস্থা। তথ্য সংকলনে টিম সঞ্চয়
পিএনবি’র পুরুলিয়া সার্কল অফিস নিজেদের ভৌগোলিক পরিসরের দুই গুরুত্বপূর্ণ স্থানে ‘কার লোন মেলা’র আয়োজন করেছে। প্রথমটি বাঁকুড়া, ব্যাংকের প্রতাপ বাগান ব্রাঞ্চের এবং অন্যটি পুরুলিয়ার বিবেকানন্দ নগর ব্রাঞ্চের আওতায়। মারুতি সুজুকি, হুণ্ডাই এবং টাটা মোটরস সংস্থার ডিলাররা অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেছেন বলে পিএনবি কর্তৃপক্ষ জানিয়েছেন। ক্রেতারা যাতে তৎক্ষণাৎ গাড়ি বুকিং করার সুবিধা পান তার জন্য সব পক্ষই সচেষ্ট ছিলেন।
[আরও পড়ুন: কতটা নিরাপদ ডিজিটাল লেনদেন? অবশ্যই জেনে নিন এই তথ্যগুলি]
কার লোন মেলার আনুষ্ঠানিক উন্মোচন করেন শ্রী লিঙ্গরাজ মহান্তি, সার্কেল হেড, পিএনবি পুরুলিয়া সার্কেল। নিজের বক্তব্যে শ্রী মহান্তি গ্রাহকদের অভিনন্দন জানিয়ে তাঁদের ব্যাংকের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এই মেলা দু’টির মাধ্যমে মোট কুড়িজন গ্রাহক পিএনবির কার লোন নিয়েছেন বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন।
এক ঝলকে পিএনবি কার লোনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল-
কেবল ব্যক্তিগতভাবে গ্রাহকগণ লোন নিতে পারবেন, একক বা জয়েন্ট (যুগ্মভাবে)। এছাড়াও, ব্যবসায়িক প্রতিষ্ঠানের যদি দু-বছর ক্যাশ প্রফিট থাকে, তাহলেও লোন পাওয়া সম্ভব।
নতুন গাড়ির কেনার খরচ, যা গ্রাহক ইতিমধ্যে নিজে দিয়েছেন, তা “রিইমবার্সমেন্ট” সম্ভব, শর্তগুলি হল-
(ক) গ্রাহকের লোন সংক্রান্ত “ট্র্যাক রেকর্ড” যদি ভাল থাকে, ইন্সপেকশনে যদি কোনও গাফিলতি না বেরিয়ে থাকে।
(খ) গ্রাহক যদি নিজের টাকায় গাড়ি নিয়ে থাকেন, এবং তার যথাযোগ্য প্রমাণ দাখিল করতে পারেন (যেমন স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট)।
(গ) যদি গাড়ির ইনভয়েস তারিখ তিন মাসের বেশি পুরনো না হয়।
নির্দিষ্ট রোজগারের শর্ত: মাসিক নিট রোজগার, বেতন বা পেনশন থেকে, ২৫,০০০ টাকা হতেই হবে। এছাড়াও একাধিক শর্ত আছে সেই গ্রাহকদের জন্য যাঁরা অন্য শ্রেণিভুক্ত (ব্যাংকের নিরিখে)।
এছাড়াও পিএনবি লোন রিপেমেন্ট সম্বন্ধীয় কিছু শর্ত রেখেছে-
নতুন গাড়ি/ভ্যান/জিপ/এসইউভি : ৮৪টি EMI
পুরনো যান (এই শ্রেণীর) : ৬০টি EMI
এখনকার পেনশনারদের জন্য ৭০ বছরের মধ্যে রিপেমেন্ট করা প্রয়োজন, যদি এঁরা ‘স্যালারিড’ হয়ে থাকেন। অন্যদের জন্য ৬৫ বছর।
গ্রাহক যদি ফ্লোটিং রেট নিয়ে থাকেন, তাহলে কোন প্রিপেমেন্ট চার্জ নেই। যাঁরা ফিক্সড রেট বেছে নিয়েছেন তাঁদের জন্য আউটস্ট্যান্ডিং প্রিপেডে দুই শতাংশ চার্জ, শর্তাধীনভাবে।