shono
Advertisement
Ancillary stock

অ্যানসিলারি স্টকে লগ্নি করবেন? লগ্নিকারীদের জন্য় রইল প্রয়োজনীয় তথ্য

এর সঙ্গে সরকারী নীতি বেশ সহায়ক ভূমিকায় আছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 03:53 PM Jun 20, 2025Updated: 09:11 PM Jun 20, 2025

অ‌্যানসিলারি ইন্ডাস্ট্রিজের স্টক নিয়ে লগ্নিকারীদের তথ‌্য দিয়েছেন কোটাক সিকুইরিটিজ। এই ধরনের স্টক নিয়ে উৎসাহ থাকলে অবশ‌্যই পড়ুন টিম সঞ্চয়-এর এই লেখা।

Advertisement

অ‌্যানসিলারি ইন্ডাস্ট্রিজ (Ancillary industries) নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন কোটাক সিকুইরিটিজ কর্তৃপক্ষ। বিভিন্ন অ‌্যানসিলারি স্টকের সন্ধান ইনভেস্টরদের দেওয়া হয়েছে এর সূত্র ধরে। এর নেপথ্য়ে একাধিক কারণ আছে, সংস্থার মতে –
১। প্রাইভেট ক‌্যাপেক্স বেশ বাড়ছে – আর্থিক বর্ষ ২০২১ থেকে ধরলে, গত কয়েক বছরে প্রাইভেট ক‌্যাপেক্স বেড়েছে ১৯.৮% (CAGR-হিসাবে)। মোট পরিমাণ প্রায় দশ হাজার বিলিয়ন টাকা।
২। এর সঙ্গে সরকারী নীতি বেশ সহায়ক ভূমিকায় আছে। এই চার-পাঁচ বছরে বেশ বড়মাপের ক‌্যাপেক্স এসেছে সরকারের হাত ধরে। এর অর্থ রাস্তা, পাওয়ার গ্রিড এবং বিভিন্ন অন‌্য খাতে ক‌্যাপেক্স এসেছে।
৩। ছোট কম্পোনেন্টস বিশেষভাবে উল্লেখ করার মতো, কোটাক সিকুইরিটিজ বলছেন। এখানেও ক‌্যাপেক্সের ভূমিকা আছে। একগুচ্ছ অর্থনৈতিক ক্ষেত্রে এর ব‌্যবহার আছে, আগামিদিনেও এমনই দেখা যাবে বলে ধারণা।
৪। সব মিলিয়ে অ‌্যানসিলারির জগৎ খুব প্রাসঙ্গিক, দেশের “ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি”-র জন‌্য মেরুদণ্ড হিসাবে এটি কাজ করে।
৫। যদি আপনি এই ক্ষেত্রে লগ্নি করতে চান, প্রথমে কয়েকটি বিশেষ দিকে নজর দিন –
এই ক্ষেত্রের বাড়বৃদ্ধি কিসের উপর নির্ভরশীল?
৬। সরকারী নীতি সহায়ক ভূমিকা নেবে।
৭। প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ কোথায় প্রযোজ‌্য?
৮। রফতানির সম্ভাবনা কেমন? এটি বিশেষভাবে উল্লেখিত হয়েছে সব মহলের তরফেই।
৯। মিড সাইজড সংস্থার গ্রোথ নিয়ে কর্তৃপক্ষ বেশ আশাবাদী। বাছাই করা স্টক কেনার কথা বলছেন তাঁরা।

সঞ্চয়-এর সংযোজন– অ‌্যানসিলারি তো যথেষ্ট সম্ভবনাময় বলেই ব্রোকিং সূত্রগুলোর অভিমত। তবে আমরা বারবার বেছে নেওয়ার ব‌্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলছি। ভাল পেশাদার পরামর্শদাতার সঙ্গে কথা বলা দরকার বলে আমরা মনে করি। বিনিয়োগকারী যদি সরাসরি স্টক নিতে ইতস্তত করেন, তাঁদের জন‌্য ভালো ইক্য়ুটি ফান্ড কার্যকরী হতে পারে। এই ব‌্যাপারেও পোর্টফোলিওগুলো পরখ করা দরকার। এই মুহূর্তে বেশ কিছু ফান্ডে অ‌্যানসিলারি স্টক আছে, সেগুলো নিয়ে জেনে নেওয়া প্রয়োজন। একসঙ্গে অনেক টাকা বিনিয়োগ করার থেকে হয়তো সিপ আরও বেশি কার্যকরী হবে। সিপের মাধ‌্যমে ধীরে ধীরে বড় তহবিল গঠন করার কথা ভাবতে হবে সাধারণ লগ্নীকারীদের । এখানও পরামর্শদাতার উপস্থিতি খুব দরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ‌্যানসিলারি ইন্ডাস্ট্রিজ নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন কোটাক সিকুইরিটিজ কর্তৃপক্ষ।
  • বিভিন্ন অ‌্যানসিলারি স্টকের সন্ধান ইনভেস্টরদের দেওয়া হয়েছে এর সূত্র ধরে।
  • এর সঙ্গে সরকারী নীতি বেশ সহায়ক ভূমিকায় আছে। এই চার-পাঁচ বছরে বেশ বড়মাপের ক‌্যাপেক্স এসেছে সরকারের হাত ধরে।
Advertisement