Advertisement
৯ লাখি স্লিং থেকে ২৫ লাখের বার্কিন, করিনা-আলিয়াদের হ্যান্ডব্যাগের দাম জানলে ভিরমি খাবেন!
গ্ল্যামার দুনিয়ায় পোশাকের পাশাপাশি এখন স্টেটমেন্ট পিস হিসেবে জায়গা করে নিয়েছে লাক্সারি হ্যান্ডব্যাগ। সাধারণ ব্যবহারের গণ্ডি পেরিয়ে এগুলি এখন আভিজাত্য ও লগ্নির প্রতীক। বলি-পাড়ার তাবড় অভিনেত্রীদের সংগ্রহে থাকা ব্যাগের দাম মধ্যবিত্তের সারা জীবনের সঞ্চয়কেও হার মানাবে।
গ্ল্যামার দুনিয়ায় পোশাকের পাশাপাশি এখন স্টেটমেন্ট পিস হিসেবে জায়গা করে নিয়েছে লাক্সারি হ্যান্ডব্যাগ। সাধারণ ব্যবহারের গণ্ডি পেরিয়ে এগুলি এখন আভিজাত্য ও লগ্নির প্রতীক। বলি-পাড়ার তাবড় অভিনেত্রীদের সংগ্রহে থাকা ব্যাগের দাম মধ্যবিত্তের সারা জীবনের সঞ্চয়কেও হার মানাবে। জানলে কপালে উঠবে চোখ।
দীপিকা পাড়ুকোনের ফেন্ডি টোটের কথা জানেন কি? কাজের চাপে দীপিকাকে প্রায়ই দেশের বাইরে ছুটতে হয়। তাই তাঁর পছন্দ স্পেসিয়াস ব্যাগ। বাদামি রঙের 'ফেন্ডি লার্জ সানশাইন' টোট ব্যাগটি তাঁর সর্বক্ষণের সঙ্গী। এর বাজারমূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা।
নবাব-গৃহিণী করিনা কাপুরের সংগ্রহে রয়েছে দুনিয়ার দামী সব ব্র্যান্ড। তবে তাঁর সবচেয়ে প্রিয় ট্যান শেডের 'হার্মিস বার্কিন'। এই ব্যাগের দাম ৮ লক্ষ টাকা থেকে শুরু হয়। আভিজাত্যে এটি অতুলনীয়।
আলিয়ার স্টাইল স্টেটমেন্ট সবসময়ই ছিমছাম। তাঁর লাল রঙের চ্যানেল সাইড-প্যাক ব্যাগটি ফ্যাশন দুনিয়ায় শোরগোল ফেলেছিল। কার্ল লেগারফেল্ডের নকশা করা এই জোড়া ব্যাগের দাম প্রায় ৫ লক্ষ টাকা।
অনুষ্কা শর্মার সংগ্রহে রয়েছে ক্রিশ্চিয়ান ডিওরের লিমিটেড এডিশন টোট। ১৫ লক্ষ হাতে বোনা সেলাই দিয়ে তৈরি এই ব্যাগটি অত্যন্ত বিরল। এর দাম প্রায় ২.৫ লক্ষ টাকা। প্রিয়াঙ্কা চোপড়াও এই ব্যাগের ভক্ত।
গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার সংগ্রহে থাকা 'প্লেক্সিগ্লাস চ্যানেল' স্লিং ব্যাগটি নজরকাড়া। ছোট হলেও এর চাকচিক্য অসাধারণ। এই ফ্যাশনেবল লাক্সারি ব্যাগটির দাম শুনলে চমকে উঠবেন। এর বাজারদর প্রায় ৯ লক্ষ টাকা।
ফ্যাশন কুইন সোনম কাপুর সবসময় ট্রেন্ডি পোশাকে অভ্যস্ত। তাঁর কালেকশনে থাকা লুই ভিতোঁর 'ডাবল পশেট' ক্রস-বডি ব্যাগটি এখন তরুণ প্রজন্মের ক্রেজ। ছোট ও ছিমছাম এই ব্যাগটির দাম ১.২ লক্ষ টাকা।
ট্র্যাডিশনাল বা হ্যান্ডলুম, কঙ্গনা রানাওয়াতের সব সাজের সঙ্গেই মানিয়ে যায় তাঁর কালো রঙের 'প্রাডা' হ্যান্ডব্যাগ। আভিজাত্য এবং দীর্ঘস্থায়ীত্বের মিশেলে তৈরি এই ব্যাগটির বর্তমান দাম প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি।
সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিন ফার্নান্ডেজের মিরর সেলফিতে প্রায়ই ধরা দেয় তাঁর লাক্সারি কালেকশন। লাঞ্চ ডেট হোক বা ডিনার, তাঁর পছন্দের 'হার্মিস কেলি ২৫' ব্যাগটির দাম প্রায় ৫ লক্ষ টাকা।
Published By: Buddhadeb HalderPosted: 05:43 PM Jan 24, 2026Updated: 05:43 PM Jan 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
