Advertisement
কেউ বদলেছেন নাক, কারও ঠোঁটে ফিলার! আলিয়া-দীপিকার মতো সার্জারিতে সুন্দরী আর কারা?
টলিউডের কোন অভিনেত্রী রয়েছেন এই তালিকায়?
সৌন্দর্য নিয়ে সকলেই বেশ সচেতন। অভিনেত্রীদের মধ্যে সে সচেতনতা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। তাই তাঁরা শরীরচর্চা, ডায়েট মেনে জীবনযাপন করেন। নানা ধরনের অস্ত্রোপচারও করান। সুন্দর হতে কেউ নাকের তো কেউ ঠোঁটের অপারেশন করান। আবার কেউ কেউ বোটক্স করান। ফিলার্সও করান কোনও কোনও অভিনেত্রী।
সাধারণত চাররকমের ফেসিয়াল সার্জারি হয়। সেগুলি হল: রাইনোপ্লাস্টি বা নোজ জব, লিপ ফিলার্স বা অগমেন্টেশন, বোটক্স বা ফিলার্স, চিক ইমপ্ল্যান্টস বা ফিলার্স। নাকের গঠনগত পরিবর্তনের জন্য নোজ জব করান বহু অভিনেত্রী। ঠোঁট চওড়া করতে প্রয়োজনীয় লিপ ফিলার্স। আবার দাগছোপ তুলে গাল পরিষ্কার করতে কিংবা চোয়ালের আকার পরিবর্তনে করা হয় বোটক্স। থুতনির দিকে কোনও পরিবর্তনের ক্ষেত্রে চিক ইমপ্ল্যান্টস বা ফিলার্স করান অভিনেত্রীরা।
প্রথমেই আসা প্রিয়াঙ্কা চোপড়ার কথায়। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন তিনি। তার ঠিক পরের বছর নাকের একটি পলিপ অপারেশন করাতে গিয়ে জটিলতা তৈরি হয়। শোনা যায়, এই জটিলতার ফলে বেশ কিছু কাজও নাকি হারান অভিনেত্রী। স্বাভাবিক চেহারা নষ্ট হওয়ার আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে অবশ্য অপারেশন করে নাকের গঠন পরিবর্তন করা হয়।
লিপ এনহ্যান্সমেন্ট করিয়েছিলেন নাকি অনুষ্কা শর্মা। শোনা যায়, 'বম্বে ভেলভেট' ছবির জন্য সাময়িক কসমেটিক টুলের সাহায্যে এই কাজ করান তিনি। যা নিয়ে বিতর্কও হয় বিস্তর। তবে কেউ কেউ পেশাগত কারণে অনুষ্কার এই কাজের প্রশংসাও করেন।
যোগব্যায়ামে তিনি সিদ্ধহস্ত। তাঁর ছিপছিপে চেহারা বেশিরভাগ মহিলার ঈর্ষার কারণ। সেই শিল্পা শেট্টিও নাকি রাইনোপ্লাস্টি করিয়েছিলেন। নাকের গঠনের পরিবর্তনের জন্য দু'বার অস্ত্রোপচার করান তিনি।
করিনা কাপুর অবশ্য কখনও নিজে মুখে অস্ত্রোপচারের কথা কখনও স্বীকার করেননি। তবে শোনা যায় 'বেবো' নাকি নাক, চিক ফিলার্স এমনকী বোটক্সও করিয়েছেন।
ক্য়াটরিনা কাইফের অনুরাগীদের দাবি, ঠোঁট, গাল এবং নাকের গঠনগত পরিবর্তনের জন্য নানা অস্ত্রোপচার করেছেন অভিনেত্রী। যদিও করিনা কাপুরের মতো ক্যাটরিনা নিজে মুখে সেকথা স্বীকার করেননি। আবার অস্বীকারও করেননি। তাই সবমিলিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা
'ক্যুইন' কঙ্গনার ক্ষেত্রেও একাধিক সার্জারির কথা শোনা যায়। একসময় নাকি বোটক্স করিয়েছিলেন তিনি। অনুরাগীদের দাবি, নানা ছবি দেখলেই নাকি কঙ্গনার মুখের পরিবর্তন দেখা যায়। তা নিয়ে বিতর্কও মাথাচাড়া দেয়। কঙ্গনা নানা বিষয়ে মুখ খোলেন ঠিকই। তবে এই অস্ত্রোপচারের বিষয়ে বলেননি কিছুই।
কপাল সুন্দর দেখানোর জন্য নাকি অস্ত্রোপচার করিয়েছেন মৌনী রায়। আবার কেউ কেউ বলেন, তিনি ঠোঁটের অস্ত্রোপচার করেছেন। গতবছর এই গুঞ্জন নিয়ে মুখ খোলেন মৌনী। তিনি সাফ জানান, "এই ধরনের জল্পনা কল্পনা চলতেই থাকে। আমি একেবারেই উদ্বিগ্ন নই। পর্দার আড়ালে বসে যদি কেউ ট্রোল করে এবং সেটাকে ভালো কাজ বলে মনে করে, তবে তাই করুন।"
Published By: Sayani SenPosted: 06:59 PM Jan 24, 2026Updated: 06:59 PM Jan 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
