Advertisement
সঙ্গমে বন্য হতে বাধা নয় বয়স! বাহান্নতেও যৌন চাহিদা নিয়ে মুখ খুলে বিতর্কে 'ডান্স গুরু' গীতা মা
বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। ভাবছেন কে? তিনি আর কেউ নন, বলিউডের 'ডান্স গুরু' গীতা কাপুর। এহেন গীতা কাপুর হঠাৎ 'গীতা মা' হলেন কীভাবে জানেন?
বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। সঙ্গমে বন্য হতেও নাকি তাঁর কাছে বয়স কোনও বাধাই নয়। ভাবছেন কে? তিনি আর কেউ নন, বলিউডের 'ডান্স গুরু' গীতা কাপুর। দর্শক-অনুরাগীর কাছে যিনি পরিচিত 'গীতা মা' নামেই। বলিউডের প্রথম সারির ডান্স কোরিওগ্রাফারদের মধ্যে রয়েছেন তিনিও। বছরের পর বছর ধরে পর্দায় তাঁর কোরিওগ্রাফি করা নাচে দর্শকের সামনে এক্কেবারে অন্যভাবে ধরা দিয়েছেন বলিউডের একাধিক তারকারা।
যে গীতা মা এতকাল সবার কাছে প্রশংসা পেয়েছেন আলোচনায় উঠে এসেছেন তিনিই এবার উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে তা তাঁর কাজের জন্য নয় বরং বিতর্কিত মন্তব্য করে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গীতা অকপট হন শারীরিক চাহিদা ও ব্যক্তিগত জীবন নিয়ে। বাহান্ন বছর বয়সি কোরিওগ্রাফার অবিবাহিত হলেও তাঁর জীবনে যে যৌন তৃপ্তির ঘাটতি নেই সেকথাই সাক্ষাৎকারে বলে ফেলেন তিনি আর তারপর থেকেই তাঁকে নিয়ে চলছে নানা আলোচনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি গীতা বলেন, "আমি বুঝতে পারি না কেন মানুষের আমার জীবন নিয়ে এত কৌতূহল? কেন মহিলাদের যৌন চাহিদা নিয়েই কেন এত প্রশ্ন? এত ট্যাবু? মহিলাদের পছন্দ-অপছন্দ নিয়ে কেন সকলের মনে এত প্রশ্ন জাগে?
সম্প্রতি ওই সাক্ষাৎকারে গীতা আর বলেন, "দেখুন আমি সাধু-সন্ত নই যে আমার জীবনে শারীরিক চাহিদা বলে কিছু থাকবে না। আমিও বাকি আর পাঁচটা মানুষের মতোই। আমি কুমারী নই। আমারো বাকি আর পাঁচটা মানুষের মতোই জীবনে নানা চাহিদা রয়েছে। শারীরিক চাহিদাও রয়েছে। আমি তা পূরণ করি। আর তাতে কোনও ভুল রয়েছে বলে আমার মনে হয় না।"
অবিবাহিত কোরিওগ্রাফার গীতা কাপুরের এই মন্তব্যের পর থেকেই আলোড়িত হয়েছে নেটপাড়া। এককথায় বলতে গেলে তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে। দানা বেঁধেছে বিতর্কও। অনেকেই নেটপাড়ায় তাঁর সমালোচনায় মুখ্র হয়েছে। অনেকেই একজন অবিবাহিতের এহেন চাহিদা নিয়েও নানা কথা বলছেন। তবে গীতা রয়েছেন গীতার মতোই।
আসলে ট্যাবু ভেঙে নিজের জীবনে নিজের মনের কথা শুনে চলতেই যে তিনি ভালোবাসেন তা যেন আরও একবার বুঝিয়ে দিয়েছেন তিনি। এহেন গীতা কাপুরের জীবনে প্রেমের অভাবও হয়নি। উঠতি মডেল থেকে বয়সে ছোট প্রেমিক এসেছেন গীতার জীবনে।
সময় ও জীবনের সঙ্গে স্রোতে গা ভাসিয়ে তিনি সাতপাঁচ না ভেবে সেই সম্পর্ক এগিয়েও নিয়ে গিয়েছেন। তবে প্রেম ভেঙেছে। কখনও আবার নিজের প্রেমের গুঞ্জনে নিজেই ইতি টেনেছেন।
এহেন গীতা কাপুর হঠাৎ 'গীতা মা' হলেন কীভাবে জানেন? গীতার নাচের স্কুলে একবার এক ছাত্র তাঁকে মা বলে সম্বোধন করেন। সেই প্রথম মা ডাক শোনা গীতার। তাঁর ওই ছাত্র বলেছিলেন গীতার মধ্যে যে মমত্ববোধ, স্নেহ রয়েছে তা মায়ের মতোই। সেখান থেকেই সকলের কাছে গীতা 'মা' হিসেবে পরিচিতি পান। রিয়ালিটি শোয়ের মঞ্চেও গীতাকে সকলে 'গীতা মা' বলে সম্বোধন করেন।
নিম্নবিত্ত পরিবারের মেয়ে গীতার বলিউডের জনপ্রিয় ডান কোরিওগ্রাফার হয়ে ওঠার জার্নি যেন রূপকথার গল্পকেও হার মানায়। ছোটবেলা থেকেই নাচেরপ্রতি তাঁর ছিল এক অমোঘ টান। তবে তারপরেও নাকি চেয়েছিলেন বিমানাসেবিকা হতে। দৃষ্টিশক্তি দুর্বল থাকায় তা আর হয়ে ওঠেনি। মাত্র পনেরো বছর বয়সেই ফারহা খানের নাচের দলে যোগ দেওয়ার ডাক পান। সেখান থেকেই শুরু হয় তাঁর পথচলা। অভিনয় করেছেন বেশ কিছু ছোট চরিত্রেও।
Published By: Arani BhattacharyaPosted: 10:10 PM Jan 24, 2026Updated: 10:10 PM Jan 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
