Advertisement
নিজেকে উভকামী ঘোষণার পর টিভি তারকার সঙ্গে প্রেম, ইউরোপে ঝড় তুলছেন সবচেয়ে লাস্যময়ী ফুটবলার
সম্প্রতি তিনি লেস্টার সিটি উইমেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
তাঁর গায়ে 'বিশ্বের সবচেয়ে লাস্যময়ী ফুটবলারে'র তকমা। এমন উপমা অমূলক নয়। ছবি দেখে তাঁর সৌন্দর্যে বাকরুদ্ধ হবেন না, এমন কেউ হয়তো নেই। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর প্রেম। সেই ফুটবলই তাঁকে এনে দিয়েছে খ্যাতি, যশ। তিনি আলিশা লেহম্যান। এই সুইস ফুটবলার লেস্টার সিটি উইমেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এর সঙ্গে সঙ্গে ইংলিশ ফুটবলে প্রত্যাবর্তন করেছেন তিনি। তবে ফুটবলের বাইরেও তাঁর ঝলমলে উপস্থিতি সবার নজর কেড়ে নিয়েছে।
২১ জানুয়ারি ছিল আলিশার জন্মদিন। সেদিনই তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে এসেছে। বলা ভালো, সুইশ ফুটবলারের ভালোবাসার মানুষটিই তাঁদের এই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন।
২৭ বছরের ফুটবল তারকার ভালোবাসার মানুষটির নাম মন্টেল ব্রায়ান ম্যাকেঞ্জি। যিনি পেশায় একজন টেলিভিশন তারকা। সঙ্গে আধা-পেশাদার ফুটবলারও। 'লাভ আইল্যান্ডে'র মূল সিরিজের পাশাপাশি অল স্টারস স্পিন-অফ সিরিজেও অভিনয় করেছিলেন।
মন্টেল তাঁর 'রূপ কি রানি'র জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন 'হ্যাপি বার্থডে বেবি'। তাঁর সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। সম্প্রতি তাঁর এক ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে। যা দেখে হৃদয় ভেঙেছে অসংখ্য পুরুষের।
পোস্টে দু'জনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। কখনও তাঁরা রোদে ভেজা ছুটি উপভোগ করছেন। কখনও বা ঠোঁটের স্পর্শে বিশ্ব থেমে যাওয়ার মুহূর্তের সাক্ষী তাঁরা।
জুন মাসে ভিলা পার্টনার কাজ ক্রসলির সঙ্গে বিচ্ছেদের পর লাস্যময়ী সুইস ফুটবলারের প্রেমে পড়েন মন্টেল। এরপর থেকে তাঁর সঙ্গে চুটিয়ে ডেটিং করছেন। সম্প্রতি মন্টেলই তাঁর ইনস্টায় আলিশার সঙ্গে একাধিক আদুরে ছবি ও ভিডিও পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল। সেখানে গ্ল্যামারের ছটায় আগুন ঝরিয়েছেন আলিশা। তাঁকে টপলেস অবস্থায় দেখে অনেকেরই অ্যাড্রেনালিন মাত্রা বৃদ্ধি পেয়েছে বৈকি।
ছুটি কাটানোর মুহূর্তে মন্টেলের সঙ্গে হিমশীতল আলিঙ্গনের পর আলিশার মুখে হাসির রুপোলি আভা দেখা যায়। যেন প্রেমিকের চওড়া বুকে আশ্রয় পেতেই চেয়েছিলেন। প্রাণ ভরে শ্বাস নিতে চেয়েছিলেন। ভালোবাসার মানুষটির রোমশ বাহু ধীরে ধীরে বাঁধন শক্ত করেছে। তখন যেন আলিশার মনে হয়েছিল, এভাবেই যেন বাকি দিনগুলো কেটে যায়।
লক্ষ লক্ষ ফলোয়ার ট্রেন্ডসেটার আলিশাকে একঝলক দেখার জন্য ঢুঁ মারেন ইনস্টায়। দেখা যায়, সাদা বিকিনিতে মন্টেলের বাম উরুতে বসে আছেন তিনি। ফিনফিনে পোশাকে তাঁর নকশাতোলা স্লিম অ্যান্ড ট্রিম বডি যেন আরও আবেদনময়!
ইংলিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন সপ্তাহান্তের ছুটিতে আলিশা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে কোমো অ্যাপার্টমেন্টে কাটিয়েছেন। ইটালির লম্বার্ডি অঞ্চলে অবস্থিত লেক কোমো। যার নৈসর্গিক সৌন্দর্য অতুলনীয়। ইংরেজি 'Y' আকৃতির এই হ্রদের পাড় ঘেঁষে গড়ে উঠেছে বেশ কিছু বিলাসবহুল ভিলা। এর মধ্যেই একটি আলিশার।
সুইস তারকা জাতীয় দলের হয়ে খেলছেন ২০১৭ থেকে। তাছাড়াও খেলেছেন ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, এভার্টন, অ্যাস্টন ভিলার হয়েও। ফুটবল দক্ষতার চেয়েও আলিশার সৌন্দর্য তুফান তুলেছে ফুটবল মহলে।
এহেন তারকা ফুটবলার ব্যক্তিগত জীবন নিয়ে কখনও লুকোছাপা করেননি। নিজেকে উভকামী হিসাবে ঘোষণা করেছিলেন। জাতীয় দলের সতীর্থ র্যামোনা বাখম্যানের সঙ্গে সম্পর্কে জড়ান। তখন নিজেকে সমকামী বলে পরিচয় দিতেন আলিশা। পরবর্তীকালে অ্যাস্টন ভিলার পুরুষ দলের ব্রাজিলীয় ফুটবলার ডগলাস লুইজের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানা যায়। যদিও ২০২২ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
Published By: Prasenjit DuttaPosted: 09:21 PM Jan 24, 2026Updated: 12:25 AM Jan 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
