Advertisement
বিদেশ সফরের ঠাসা কর্মসূচির মাঝে জাকার্তায় বাঙালিদের সঙ্গে সময় কাটালেন অভিষেক, দেখুন ছবি
'জাবা'র তরফে ভারতের তরুণ জনপ্রতিনিধিকে পুষ্পস্তবক-সহ নানা উপহার তুলে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসে 'মদতদাতা' পাকিস্তানের মুখোশ খুলতে উপমহাদেশ সফরে কেন্দ্রের সর্বদলের সংসদীয় প্রতিনিধিরা। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার জাকার্তায় সেই দলের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুখড় বাগ্মিতায় ভারতের অপারেশন সিঁদুরের সাফল্য বর্ণনা ও পাকিস্তানের প্রকৃত পরিচয় তুলে ধরে সন্ত্রাসের বিরুদ্ধে দেশের একতার কথা সর্বস্তরে ছড়িয়ে দিচ্ছেন তরুণ সাংসদ।
চরম ব্যস্ত কর্মসূচির মধ্যেও সময় করে জাকার্তায় প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে গেলেন অভিষেক। শুক্রবার সন্ধ্যায় খানিকটা সময় কাটালেন স্বদেশি মানুষজনের সঙ্গে।
জাকার্তা বেঙ্গলি অ্যাসোসিয়েশন বা JABA-র তরফে তৃণমূল সাংসদকে স্বাগত জানানো হয় পুষ্পস্তবক ও বেশ কিছু উপহার দিয়ে। অভিষেকও তাঁদের পালটা ধন্যবাদ জানিয়েছেন। সন্ধ্যায় এক ঘরোয়া অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতি নিয়ে তাঁদের সঙ্গে মত বিনিময় করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেকের হাতে কাঠ দিয়ে খোদাই করা ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী ভাস্কর্য তুলে দেওয়া হয় 'জাবা'র তরফে। এছাড়া দেওয়া হয় একটি রুপোর একটি স্মারকও।
Published By: Sucheta SenguptaPosted: 12:16 AM May 31, 2025Updated: 12:16 AM May 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
