Advertisement
রেট্রো লুকে সাবিত্রী-মাধবী-লিলি, 'তিন কন্যা'কে সাজিয়ে পোশাকশিল্পী অভিষেক বলছেন 'পরমপ্রাপ্তি'
'তিন কন্যা'র ফ্যাশন শুটে কেমন অনুভূতি? সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন পোশাকশিল্পী।
১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁরই তিন ছোটগল্প অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন 'তিন কন্যা'। কাট টু ২০২৫ সাল। এবার স্বর্ণযুগের অভিনেত্রীদের নিয়ে আরও একবার 'তিন কন্যা' ম্যাজিক ফেরালেন পোশাকশিল্পী অভিষেক রায়।
পর্দায় নয়, সাজপোশাকেই স্বর্ণযুগ স্মরণ করালেন বাংলার পোশাকশিল্পী অভিষেক। মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীকে একফ্রেমে পাওয়া সহজ নয়! তবে আজকের পরিচালকরা যেটা পারেননি, সেই অসম্ভবকে সম্ভব করলেন অভিষেক।
তাঁর ডিজাইন করা পোশাকে ফুটিয়ে তুললেন ষাট-সত্তর দশকের আমেজ। শাড়ির পাড়ে ডিজাইন করা সাদা ফ্রিল। মানানসই গয়না থেকে চশমার ফ্রেম, এমনকী প্রপস হিসেবে ব্যবহৃত ভিন্টেজ গাড়ি, সবেতেই স্বর্ণযুগের ছোঁয়া বজায় রেখেছেন অভিষেক।
আর অভিষেকের হাত ধরে 'তিন কন্যা'র এহেন রেট্রো লুক নস্ট্যালজিয়া উসকে ফিরিয়ে দিল পুরনো দিনে। মাধবী মুখোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী ধরা দিলেন অভিষেকের ডিজাইন করা অর্গানজা শাড়িতে। অন্যদিকে কন্ট্রাস্ট বজায় রাখতে পোশাকশিল্পী সাবিত্রীদেবীকে সাজালেন নীল শাড়িতে।
প্রত্যেকের শাড়ির সরু পাড়ে মুগ্ধ করল হ্যান্ড এমব্রয়ডারি। অ্যাকশন, ক্যামেরা-লাইটের বাইরে ফ্যাশন গালিচাতেও যে তিন প্রবীণ অভিনেত্রী কম যান না, তাঁদের বডি ল্যাঙ্গুয়েজেই সেটা স্পষ্ট। প্রতিটি সাজপোশাকে আভিজাত্যের সঙ্গে রুচির মেলবন্ধন ঘটিয়ে আবারও এক অনন্য ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করলেন অভিষেক রায়।
পোশাকশিল্পী বলছেন,"'তিন কন্যা' শুধু শ্রদ্ধাঞ্জলি নয়, ঐতিহ্য-পরম্পরার উদযাপনও বটে।" তিন প্রবীণ অভিনেত্রীর আড্ডা, হাসিঠাট্টার সাক্ষী তিনি। কেমন অনুভূতি? সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন সেলেব পোশাকশিল্পী।
অভিষেক জানালেন, "এটা আমার স্বপ্নের প্রজেক্ট। বহুদিনের ইচ্ছে ছিল। অবশেষে সেটা পূরণ হল। দীর্ঘদিন ধরেই এরকম একটা ফটোশুট করার ভাবনাচিন্তা করছিলাম, এই তিন অভিনেত্রীকে নিয়ে। অবশেষে সেটা করতে পেরে দারুণ আনন্দিত।"
সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীকে রাজি করানোটা কতটা কঠিন ছিল? এপ্রসঙ্গে অভিষেকের মন্তব্য, তিন জনকে রাজি করানোটা ছিল চ্যালেঞ্জিং। কারণ ওঁদের তিনজনেরই প্রথম ফ্যাশন শুট এটা। তবে কাজ করতে গিয়ে সেরকম মনেই হয়নি। কারণ ওঁরা প্রত্যেকেই ভীষণ ফ্যাশনেবল।
স্বর্ণযুগের অভিনেত্রীকে পেয়ে অনেকেই হয়তো তুলনা টানবেন, সেপ্রসঙ্গে কী মত? অভিষেক রায় বলছেন, "এখানে তুলনার প্রশ্নই উঠছে না। সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং লিলি চক্রবর্তীর মতো কিংবদন্তী অভিনেত্রীরা যে এই বয়সেও এত উৎসাহ নিয়ে কাজ করেছেন। সেটাই তো অনুপ্রেরণা।"
দীর্ঘদিন বাদে তিন অভিনেত্রীর এক ফ্লোরে, আদ্যন্ত শুটিং না হলেও ফটোশুট, কেমন ছিল সেদিনটা? পোশাকশিল্পী জানালেন, "ক্যামেরার নেপথ্যের অভিজ্ঞতা দারুণ মজার। তিনজনের দেখা হওয়া, আড্ডা দেওয়া এবং এরকম সাজপোশাকে সাজবেন শুনে ওঁরা দারুণ খুশি হয়েছিলেন। বিশেষ করে সাবিত্রীদি এত উচ্ছ্বসিত ছিলেন যে, উনি আমাকে বলেছিলেন, শুটের আগের দিন আমার ঘুম হবে না জানো তো।"
সবমিলিয়ে দারুণ অভিজ্ঞতা, জানালেন অভিষেক রায়। আর 'তিন কন্যা'র কেমন লাগল? এপ্রসঙ্গে পোশাকশিল্পী জানালেন, "সকলেই খুশি। আসলে সকলে ওঁদের বয়সমাফিক চরিত্রে কাস্ট করেন কিংবা সাজপোশাকও সেভাবেই নির্ধারিত হয়। তাই গ্ল্যামারাস লুকে সাজতে পেরে ওঁরাও দারুণ উচ্ছ্বসিত। শুটের পর প্রত্যেকে আমাকে খুঁটিয়ে জিজ্ঞেস করেছেন, আমি খুশি কিনা?"
Published By: Sandipta BhanjaPosted: 04:41 PM Jun 14, 2025Updated: 06:06 PM Jun 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
