Advertisement
শাহী ভাষণ মাত্র ২৩ মিনিটের, ধর্মতলায় ভিড়েও চমক দিতে পারল না বিজেপি
বিজেপি কর্মীদের প্রাপ্তি, দলের বঙ্গ নেতাদের ঐক্যের ছবি।
ধর্মতলায় বিজেপির যে সভা নিয়ে এতদিন ধরে এত আলোচনা, এত প্রস্তুতি, সেই সভাকেও সর্বাত্মক রূপ দিতে পারলেন না গেরুয়া শিবিরের নেতারা।
সভায় গ্রাম-গঞ্জ থেকে লোক এসেছিলেন বটে। তবে লক্ষ লোকের জমায়েতের যে দাবি বিজেপির তরফে করা হচ্ছিল, প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেই দাবির ধারেকাছেও যেতে পারেনি গেরুয়া শিবির। তাছাড়া দলীয় কর্মীদের সেই জোশও চোখে পড়ল না।
সভার সামনের দিকে ভিড় ছিল বটে। একটু দূরের দিকে তাকাতেই দেখা গেল মানুষের মাথার চেয়ে ফাঁকা জায়গাই বেশি। ভিড়ের দৈর্ঘ্যও বিশেষ নজর কাড়েনি।
অমিত শাহর ভাষণেও বিশেষ নতুন বার্তা ছিল না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন মাত্র ২৩ মিনিটের বক্তৃতা করেছেন। দলীয় কর্মীদের প্রত্যাশা ছিল অন্তত আধা ঘণ্টার ভাষণ দেবেন শাহ, মমতা সরকারকে তুলোধোনা করবেন।
Published By: Subhajit MandalPosted: 08:53 PM Nov 29, 2023Updated: 08:53 PM Nov 29, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
