Advertisement
দিঘা মডেলে সাজবে গঙ্গার পাড়, থাকবে কাফেটেরিয়া, উদ্যোগ কোন্নগর পুরসভার
পরিবহণ দপ্তরের সঙ্গে যৌথভাবে হবে এই কাজ।
দিঘা মডেলে কোন্নগরের গঙ্গাপারকে ঢেলে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে পুরসভা। রাজ্যের পরিবহণ দপ্তরের সঙ্গে যৌথভাবে এই ফেরিঘাটকে কেন্দ্র করে এই প্রকল্প গড়ে তোলা হবে। ছবি: সুমন করাতি
গঙ্গার পাড়েই তৈরি হবে কাফেটেরিয়া। তৈরি হবে গঙ্গার পার ধরে হাঁটা পথ। এই পথ দিয়ে গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাবে কোন্নগর শহরের অন্যতম বিশেষ স্থান অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। ছবি: সুমন করাতি
এই প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টাকা বরাদ্দের সবুজ সংকেতও মিলেছে। কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন, "আমরা পুরসভার তরফ থেকে কোন্নগরকে সবসময় একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ চালিয়ে যাই।আর ইতিমধ্যেই এই শহরের জন্য বহু কাজ করেছি।" ছবি: সুমন করাতি
পুরপ্রধান আরও বলেন, "এবার আমরা পরিবহণ দপ্তরের সঙ্গে যুক্ত হয়ে একটা বিশেষ প্রকল্প রূপায়ণ করতে চাইছি।" রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ইতিমধ্যেই সব জেনে এই প্রকল্পে সবুজ সংকেতও দিয়েছেন। ছবি: সুমন করাতি
অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ইতিমধ্যেই মানুষের বিশেষ আকর্ষণ। সাথে মিউজিয়ামও মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। রাজ্যজুড়ে জনপ্রিয় ফেরিঘাটগুলিকে আধুনিকভাবে সাজিয়ে তুলে বাণিজ্যকেন্দ্র হিসাবে তুলে ধরার কাজ করছে পরিবহণ দপ্তর। আর সেই কারণেই কোন্নগর-এর এই প্রকল্পে রাজি হয়ে যায় পরিবহণ দপ্তর। তারপরেই সামনে আসে দিঘা মডেল। ছবি: সুমন করাতি
Published By: Suhrid DasPosted: 03:39 PM Jun 29, 2025Updated: 03:39 PM Jun 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
