Advertisement
বাংলায় ফের নিপা ভাইরাসের থাবা, এই ৩ ফল খাওয়ার আগে সাবধান!
নিপা ভাইরাসের কোনও ওষুধ বা প্রতিষেধক নেই। তাই সাবধানতা একমাত্র পথ।
বাংলায় ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে নিপা ভাইরাস। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের অবস্থা সংকটজনক। যা যথেষ্ট উদ্বেগের। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ কিংবা প্রতিষেধক নেই। তাই সাবধানতা অবলম্বনই একমাত্র পথ।
বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষত ফল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বাদুড় কিংবা অন্যান্য পশুর কামড় দেওয়া ফল ভুলেও খাবেন না। বিশেষত খেজুর রস এই সময় না খাওয়াই উচিত।
পেয়ারা, লিচু খাওয়ার ক্ষেত্রেও সতর্ক হওয়া প্রয়োজন। রাস্তাঘাটে কাটা ফল এই সময়ে না খাওয়াই ভালো। নইলে পুষ্টির পরিবর্তে সংক্রমণের সম্ভাবনাই বেশি।
শুধু পরিষ্কার করে ফল খাওয়াই নয়। বাইরে থেকে আসার পর হাত-পা ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন। আক্রান্ত কারও সংস্পর্শে আসলে কোয়ারেন্টাইন বা নিভৃতবাসে থাকা উচিত।
এবার এই রোগের সূত্রপাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। তথ্য বলছে, ১৯৯৮ সালে প্রথম মালয়েশিয়ায় এই ভাইরাসের সন্ধান মেলে। শূকর প্রতিপালকদের মধ্যে প্রথম এই রোগ ধরা পড়ে।
শিলিগুড়িতে মৃত্যুর হার ছিল ৬৮ শতাংশ। নদিয়াতে ১০০ শতাংশ। ২০১৮ সালে কেরলের কোঝিকোড়, মল্লপুরম-সহ বেশ কয়েকটি এলাকায় নিপা ভাইরাসের ছোবলে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছিল।
Published By: Sayani SenPosted: 06:21 PM Jan 15, 2026Updated: 06:21 PM Jan 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
