Advertisement
বার্সা তারকাকে মন দিয়েছিলেন! কর্তব্যের রাজমুকুটে চাপা পড়ল হবু রানি লিওনরের প্রেমের কাহিনি
কেন অধরা থেকে গেল রাজকুমারীর ভালোবাসার রূপকথা?
সুন্দরী রাজকুমারী। সিংহাসনের উত্তরাধিকারী। দেড়শো বছর পর স্পেনের রানি হিসাবে সিংহাসনে বসতে চলেছেন লিওনর। বুরবোঁ রাজপরিবারের ঐতিহ্য বহন করবেন। কিন্তু একটা সময়ে হইচই ফেলে দেওয়া লিওনরের প্রেমকাহিনী অপূর্ণই থেকে যাবে।
রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেতিজিয়ার জ্যেষ্ঠ কন্যা, কুড়ি বছর বয়সি লিওনর-স্পেনের পরবর্তী রানি। পড়াশোনা শেষ করে, সামরিক প্রশিক্ষণ নিয়ে নিজেকে সিংহাসনের যোগ্য উত্তরসূরি হিসাবে গড়ে তুলেছেন। কয়েকদিন পরেই তাঁর রাজ্যাভিষেক।
তবে লিওনরের এই নতুন দায়িত্ব নেওয়ার মাঝেই ফুটবলপ্রেমীদের মনে পড়ে যাচ্ছে স্পেনের এক অপূর্ণ প্রেমকাহিনী। সেই গল্পের নায়িকা লিওনর। আর নায়ক স্প্যানিশ ফুটবলের 'হার্টথ্রব' গাভি।
সবুজ মাঠে গাভির স্কিলের প্রেমে পড়া ফুটবল ভক্তের সংখ্যা একেবারে কম নয়। গাভিতে মুগ্ধ হওয়ার তালিকায় যোগ হয়েছিল একটি বিশেষ নামও। তিনি প্রিন্সেস লিওনর। ফুটবলের প্রতি বরাবর ঝোঁক ছিল তাঁর।
ফুটবলের প্রতি ভালোবাসা থেকে খুব সহজেই চলে এসেছিল স্বদেশীয় তারকার প্রতি অনুরাগ। ২০২২ বিশ্বকাপের সময় এই প্রেমের কাহিনি ছড়িয়ে পড়ে স্পেনের আনাচেকানাচে। শোনা যায়, স্কুলে নিজস্ব ফোল্ডারে গাভির ছবিতে ভরতি করে রেখেছেন লিওনর।
ওই বিশ্বকাপেই গাভিকে দেখা যায়, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের হাতে নিজের সই করা জার্সি তুলে দিতে। সেই জার্সির মাপ থেকে স্পষ্ট, তা কোনওভাবেই রাজামশাইয়ের জন্য নয়। লিওনরের জন্যই ওই 'উপহার' গাভির।
তারও দু'বছর পরে ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন। চ্যাম্পিয়ন দলের সদস্য হিসাবে রাজকুমারী লিওনরের সঙ্গে গাভির সাক্ষাৎ হয়। দু'জনের করমর্দনের ছবি হু হু করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
শোনা যায়, ওই সাক্ষাতের পরেই গাভির প্রতি লিওনরের অনুরাগ আরও বাড়ে। রাজকুমারীর প্রেমের প্রস্তাব দেওয়া চিঠি পৌঁছয় গাভির কাছে। কিন্তু প্রেমকাহিনির ওখানেই ইতি। রাজকুমারীর প্রস্তাবের জবাব দেননি বার্সেলোনা আর স্পেনের হয়ে মাঠ কাঁপানো ফুটবলার।
কিন্তু রাজকুমারীকে কেন প্রত্যাখ্যান করলেন গাভি? আসলে নিয়মের বেড়াজালে আটকে গেলেন তিনি। স্পেনের প্রথা অনুযায়ী, রাজা বা রানির জীবনসঙ্গী অন্য কোনও পেশায় থাকতে পারবেন না। অন্যদিকে, গাভির পেশা ফুটবল। সেটা ছাড়তে পারবেন না তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 01:56 PM Jan 15, 2026Updated: 01:56 PM Jan 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
