Advertisement
কোনও ক্রিকেটার নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটোশুট দুই চিতার, রইল ছবি
বৃহস্পতিবার ঢাকে কাঠি পড়ল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। প্রতিযোগিতা শুরু হল ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচ দিয়ে।
বালিরঙা হলুদ গা। সেখানে কালচে ছোপ। ক্ষিপ্র গতির এই শ্বাপদ। যার দেখা মেলে আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এবার সেই আফ্রিকাতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যার ঢাকে কাঠি পড়ল বৃহস্পতিবার। প্রতিযোগিতা শুরু হল ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচ দিয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে। সেই ম্যাচের আগে কোনও ক্রিকেটার নয়, বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হল চিতাবাঘের সঙ্গে।
১৫ জানুয়ারির পর বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ জানুয়ারি ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল। তার আগে বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হল চিতাবাঘেদের সঙ্গে। আর হাজার হাজার স্পটলাইটের মতো আলো এসে পড়ে আফ্রিকার মাটিতে।
চিতাবাঘের সঙ্গে অনন্য এই ফটোশুট সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই দৃশ্য দেখে বলছেন, 'চিতার সঙ্গে বিশ্বকাপ ট্রফি, কি দুর্দান্ত কম্বিনেশন!'
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, নামিবিয়ার এক জাতীয় উদ্যানে চিতাবাঘের পাশেই রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি। কখনও দেখা গিয়েছে একটি চিতাকে ট্রফির পাশে দাঁড়িয়ে। কখনও বা বসে ঘাড় তুলে আয়াস করছে সে।
কখনও শ্রীমান শার্দূলকে সঙ্গ দিতে এসেছে তার দোসর। আইসিসি লিখেছে, 'চিতা এবং ক্রিকেট ফ্যানেরা এই টফ্রিকে কৌতূহলীভাবেই দেখছে। সবাই অ্যাকশনের জন্য তৈরি। এর জন্য তারা ধন্যবাদ জানিয়েছে নামিবিয়ার ইকো-ট্যুরিজম কোম্পানি নানকুসে ফাউন্ডেশনকে। বন্যপ্রাণী সুরক্ষা, অভয়ারণ্য সংরক্ষণে তাদের বড় ভূমিকা রয়েছে। আহত প্রাণীদের যত্ন নিয়ে খোলা জঙ্গলে পাঠিয়ে দেওয়াই তাদের লক্ষ্য।
আইসিসি জানিয়েছে, এই ফটোশুট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে বিশ্বব্যাপী প্রচারের লক্ষ্যেই করা হয়েছে। একই সঙ্গে এটা চার দেওয়াল পেরিয়ে প্রকৃতিকে আলিঙ্গনের প্রচেষ্টা মাত্র। তবে সব কিছুই করা হয়েছে কঠোর সুরক্ষা বিধি মেনে।
ট্রফির কাছে চিতাবাঘের পোজ দেওয়ার ছবি এবং ভিডিও দ্রুত ক্রিকেট ভক্তদের মন জয় করে নিয়েছে। ভিডিওর পোস্টে তারা লেখে, 'প্রত্যেক দল হৃতগৌরবের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত।' এক নেট নাগরিক যা দেখে লিখেছেন, 'চিতাটিও দেখছি অসাধারণ অভিনেতা।' আরেকজন লিখছেন, 'ম্যাচগুলি দেখার জন্য মুখিয়ে।' অনেকে আবার বলছে, চিতাবাঘের গতির মতোই এই বিশ্বকাপ দ্রুত জনপ্রিয়তা পাবে।
আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতবে কি না, সেটা সময়ই বলবে। কিন্তু এবারই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভবের প্রথম ও শেষ। কারণ বিসিসিআইয়ের নিয়ম। ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নিয়ম করা হয়, কোনও প্লেয়ার একবারের বেশি ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে না। সেই সময় ভারতের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর পরিকল্পনায় এই নিয়মের মূল উদ্দেশ্য, ভারতের আরও প্রতিভাকে তুলে আনা। একই সঙ্গে তাদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া। তবে সব কিছুকে ছাপিয়ে চিতাবাঘের সঙ্গে বিশ্বকাপ ট্রফির অভিনব ফটোশুট। অনেকের মতে, চিতার মতো ক্ষিপ্রতা নিয়ে মাঠ মাতাতে তৈরি আগামীর তারকারা।
Published By: Prasenjit DuttaPosted: 04:58 PM Jan 15, 2026Updated: 05:05 PM Jan 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
