ফটো গ্যালারি আমিরশাহীর 'কিউট' বাণিজ্যমন্ত্রীকে নিজের আঁকা ছবি উপহার মমতার 07:31 PM Sep 22, 2023 | Sayani Sen Advertisement Tap to expand বিনিয়োগ টানতে মমতার 'মিশন দুবাই'। Tap to expand 'মরুরাজ্যে'র বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন আমিরশাহীর বাণিজ্যমন্ত্রী ডঃ থানি বিন আহমেদ আল জেআউদি। Tap to expand দুবাইয়ের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁর। Tap to expand বাংলা ও আরব আমিরশাহির বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে কথা হয় তাঁদের। Tap to expand থানিকে নিজের হাতে আঁকা ছবি উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। Tap to expand আগামী ২১ নভেম্বর থেকে কলকাতায় শুরু হতে চলা বাণিজ্য সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী তাঁকে আমন্ত্রণ জানান। Tap to expand কালীর রুদ্রমূর্তি ধারণ করেছেন 'রাঙাবউ' সিরিয়ালের শ্রুতি দাস। Tap to expand দেবী কার্তিকী হয়েছেন ‘নিম ফুলের মধু’-র পর্ণা অর্থাৎ পল্লবী শর্মা। Tap to expand 'খেলনা বাড়ি'র মিতুল অর্থাৎ আরাত্রিকা মাইতিকে দেখা যাবে দেবী রক্তদন্তিকা হিসেবে। Tap to expand শোকরহিতা হিসেবে দেখা যাবে অভিনেত্রী মানালি দে-কে। Tap to expand অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য হয়েছেন মাহেশ্বরী। মন্ত্রীর ব্যবহারে মুগ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। Advertisement Loading videos... Subscribe