Advertisement
তীরে এসে ডুবল তরী ডায়মন্ড হারবারের, টানা দু'বার জয়ী নর্থইস্ট, রইল ডুরান্ড ফাইনালের ছবি
জোড়া পুরস্কারজয়ী নর্থইস্টের আলাদিন জয় উৎসর্গ করলেন তাঁর মেয়ে সোফিয়াকে।
প্রথমবার ডুরান্ড খেলতে নেমে স্বপ্নের দৌড় শুরু করেছিল ডায়মন্ড হারবার। ফাইনালে কিবু ভিকুনার দলকে নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা ছিল। কিন্তু ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৬-১ গোলে হেরে তীরে এসে তরী ডুবল তাদের।
শনিবাসরীয় সন্ধ্যায় প্রচুর ডায়মন্ড হারবার সমর্থক যুবভারতীতে টিফো, ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকেরা। সেখানে 'বাংলার বাঘ' বলা হয় ডায়মন্ডকে। কোচ কিবু ভিকুনাকে নিয়ে দারুণ টিফো নিয়ে আসেন সমর্থকেরা।
আরও একটা টিফোয় লেখা ছিল, 'ইলিশ আর চিংড়ির লড়াই ভুলে যাও সর্দার,/ এখন থেকে ময়দান কাঁপাবে আমাদের ডায়মন্ড হারবার...'।
নর্থইস্টকে উজ্জীবিত করার জন্য যুবভারতীতে উপস্থিত ছিলেন নর্থইস্টের অন্যতম কর্ণধার জন আব্রাহাম। তাঁর সামনেই ডায়মন্ড হারবারকে ৬-১ গোলে হারিয়ে পরপর দু’বার ডুরান্ড চ্যাম্পিয়ন হল ‘হাইল্যান্ডার্স’রা। ম্যাচের পর তাঁকে নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন নর্থইস্ট ফুটবলাররা।
শুরু থেকে দারুণ খেলছিল ডায়মন্ড হারবার। গোল খাওয়ার আগে পর্যন্ত নর্থইস্টের থেকে সমস্ত দিক থেকে এগিয়ে ছিল ডায়মন্ড হারবার। এরমধ্যে বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন লুকা মায়সেন, জবি জাস্টিনরা।
৩০ মিনিটে আশির আখতারের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। সেই শুরু, তারপর গুনে গুনে হাফডজন গোল করেন জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। গোল স্কোরার আশির, পার্থিব, থই, জাইরো, রদ্রিগেজ এবং আলাদিন।
৬৮ মিনিটে কর্নার থেকে হেড করেছিলেন জবি। জটলার মধ্যে লুকার মুখে লেগে বল জালে জড়িয়ে যায়। এই গোলের পরও অবশ্য ম্যাচে ফিরতে পারেনি ডায়মন্ড হারবার।
ডায়মন্ড হারবারকে হারিয়ে ডুরান্ড কাপ নিজেদের কাছেই রাখল নর্থইস্ট। চ্যাম্পিয়ন হয়ে ১ কোটি ২১ লক্ষ টাকা পেল তারা। রানার্স ডায়মন্ড হারবার পেল ৬০ লক্ষ টাকা।
গোল্ডেন বুট পেলেন নর্থইস্টের আলাদিন আজারাই। সঙ্গে পান ৩ লক্ষ টাকা এবং সঙ্গে গাড়ি। গোল্ডেন বলও পেলেন তিনি। এক্ষেত্রেও ৩ লক্ষ টাকা এবং সঙ্গে গাড়ি পেলেন। জোড়া পুরস্কারজয়ী নর্থইস্টের আলাদিন জয় উৎসর্গ করলেন তাঁর মেয়ে সোফিয়াকে। ম্যাচ জয়ের পর বললেন, "ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ফাইনাল সহজ ছিল না। জিতে জোড়া পুরস্কার পেয়ে ভালো লাগছে। এই জয় উৎসর্গ করব আমার মেয়ে সোফিয়াকে।" অন্যদিকে, গোল্ডেন গ্লাভস পেলেন নর্থইস্টের গুরমীত সিং। তিনিও পেলেন ৩ লক্ষ টাকা। সঙ্গে গাড়ি।
ম্যাচের পর রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডুরান্ড ফাইনালিস্ট নর্থইস্ট এবং ডায়মন্ড হারবার, দুই দলকেই শুভেচ্ছা জানালেন। বললেন, "জন আব্রাহাম প্রত্যেকবারই আসে আর দাঁড়িয়ে থাকে একভাবে। ৯০ মিনিট ও একই জায়গায় দাঁড়িয়ে থেকে দলকে জিতিয়ে নিয়ে গেল। ও খুবই প্যাশানেট। গত বারও একইভাবে জিতেছিল। তবে আগেরবার মোহনবাগান, এবার ডায়মন্ড হারবার হেরে যাওয়াটা আমাদের কাছে খুবই দুঃখজনক।"
Published By: Prasenjit DuttaPosted: 09:28 PM Aug 23, 2025Updated: 10:14 AM Aug 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
