Advertisement
গতবারের 'ফ্লপ মাস্টার' ফিরেই হিরো, ডার্বিজয় রশিদকে উৎসর্গ দিয়ামান্তাকোসের
জোড়া গোল করে ডুরান্ড ডার্বির নায়ক তিনি।
জোড়া গোল করে ডুরান্ড ডার্বির নায়ক দিমিত্রি দিয়ামান্তাকোস। অথচ তাঁকে প্রথম একাদশেই রাখেননি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।
প্রথম কোয়ার্টারেই ধাক্কা খায় লাল-হলুদ। চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে ইস্টবেঙ্গলের হামিদ আহদাদ। পরিবর্ত হিসাবে নামলেন দিয়ামান্তাকোস। সেই তিনিই ডার্বির নায়ক।
গত মরশুমে একেবারেই ছন্দে পাওয়া যায়নি এই গ্রিক স্ট্রাইকারকে। সমর্থকরা তাঁকে বাদ দেওয়ারও ধুয়ো তুলেছিলেন। যদিও লাল-হলুদ কোচ সেসব সমালোচনায় কর্ণপাত করেননি। আস্থা রেখেছিলেন দিয়ামান্তাকোসের উপর।
সেই দিমিত্রিই জোড়া গোল করে বাজিমাত করলেন। ৩৬ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। বল মোহনবাগানের জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি। বাঁ-দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি বিশাল কাইথ।
৫১ মিনিটে ফের গোল করেন তিনি। এক্ষেত্রে মহেশের থেকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন। ২-০ লিড ইস্টবেঙ্গলের। জার্সি খুলে সেলিব্রেশনের কারণে হলুদ কার্ড দেখলেন তিনি।
ডার্বি জিতে মহম্মদ রশিদকে উৎসর্গ করেছেন তিনি। ডার্বির আগে বড় ধাক্কা খেয়েছিল লাল-হলুদ। মহম্মদ রশিদের পিতৃবিয়োগ হয় শুক্রবার। তিনি দেশে ফিরে গিয়েছেন। শুক্রবার অনুশীলন শেষে সেই খবর পেয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে দেশে ফেরার অনুমতি দেয় লাল-হলুদ ম্যানেজমেন্ট।
ম্যাচের পর রশিদের জার্সি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় তাঁকে। এই ছবি মন জয় করে নিয়েছে লাল-হলুদ সমর্থকদের।
এই প্রসঙ্গে ম্যাচের আগে ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তী বলেছিলেন, “খুবই দুর্ভাগ্যজনক। সতীর্থ হিসেবে খারাপ লাগছে। রশিদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। ও নেই ঠিকই। তবে চাই, বিষয়টা নিয়ে গোপনীয়তা বজায় থাকুক। ডার্বি জিতলে রশিদকে উৎসর্গ করব। ওর জন্য আমাদের জেতা আরও প্রয়োজন।” বাস্তবেও দেখা গেল সেটা। ডার্বি তাঁকেই উৎসর্গ লাল-হলুদ সহ দিয়ামান্তাকোসেরও।
Published By: Prasenjit DuttaPosted: 09:54 PM Aug 17, 2025Updated: 09:55 PM Aug 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
