Advertisement
শরীরই শিল্প, 'বোল্ড' এষার এসব ছবি কারও সামনে দেখবেন না যেন!
ক্যামেরার সামনে-পিছনে, কায়া নিয়ে চিরকাল উদার অভিনেত্রী!
বরাবরই সাহসী এষা গুপ্তা (Esha Gupta)। ক্যামেরার সামনে হোক কিংবা পিছনে, কায়া নিয়ে তাঁর কোনও দিনই অসুবিধে ছিল না। নেইও।
একাধিকবার টপলেস ফটোশুটে দেখা গিয়েছে এষাকে। ট্রোলডও হয়েছেন বহুবার। সিনেমার পর্দায় সেরকম একটা দেখা মেলে না তাঁর ঠিকই! তবে, সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।
নেটপাড়ায় নানা সময়ে বোল্ড মেজাজে ধরা দিয়েছেন এষা গুপ্তা। অভিনেত্রীর এমন বোল্ড অবতারে দেখে কেউ করেছেন সমালোচনা, কেউ আবার অভিনেত্রীর আগুনে রূপে আচ্ছন্ন হয়েছেন।
Published By: Sandipta BhanjaPosted: 04:22 PM Nov 30, 2023Updated: 04:22 PM Nov 30, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
