Advertisement
চুনো মাছেই হবে শরীর তাজা! হৃদরোগ থেকে লিভার, কমবে একাধিক স্বাস্থ্য সমস্যা
জেনে নিন কোন ছোট মাছে রয়েছে কী কী উপকারিতা!
বাঙালির রোজের মেনুতে মাছের পদ থাকেই। তা সে কালিয়া হোক বা পাতলা ঝোল! বাঙালির হেঁশেলে মাছের আইটেম না থাকলে ভোজন অসম্পূর্ণ হয়। কাতলার কালিয়া হোক বা সর্ষে ইলিশ কিংবা সর্ষে পাবদা! পাতে একটুকরো মাছ পড়লেই খুশি মাছে-ভাতে বাঙালি।
তবে শুধু রসনা তৃপ্তির কথা ভাবলেই চলবে না। মেনে চলতে হবে শরীরের কথাও। তাই তো, ছোট মাছ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বড় মাছের পাশাপাশি ছোট মাছও রাখতে হবে পাতে।
চিকিৎসকদের মতে, ছোট মাছের উপকারিতা বলে শেষ করার মতো নয়। মৌরলা, পুঁটি, আমোদি প্রভৃতি মাছে রয়েছে প্রোটিন, ভিটামিন, প্রয়োজনীয় খনিজ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমায় ছোট মাছ।
নিয়মিত ছোট মাছ খেলে হৃদরোগ ও স্ট্রোকের হাত থেকে রেহাই পাওয়া যায়। ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। লিভার ভালো থাকে। দেহের হাড় মজবুত হয়। পেশির স্থিতিস্থাপকতা বাড়ে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ছোট মাছে কী উপকার মেলে!
মৌরলা মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। নিয়মিত মৌরলা মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে, হাড় শক্তিশালী হয় এবং চোখের জ্যোতি বাড়ে। এছাড়া মৌরলা মাছে রয়েছে প্রচুর আয়রন। অন্তঃসত্ত্বাদের জন্য এই মাছ খুবই উপকারী। এমনকী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও মৌরলার কোনও জবাব নেই।
পুঁটি মাছে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এটি প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস। নিয়মিত পুঁটি মাছ খেলে হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে। একইসঙ্গে মস্তিষ্কের বিকাশ ঘটে। চোখের জ্যোতি বাড়ে। এটি হজমে সহায়ক এবং ত্বক ও চুলের জন্যেও বেশ উপকারী।
আমুদি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন সি রয়েছে। স্বাস্থ্যের জন্য ছোট আমুদি মাছ খুবই উপকারী। এই ছোট মাছটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করে। প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম থাকায় হাড় ও দাঁতের ক্ষয় রোধ করে।
সুস্বাদু এবং পুষ্টিকর মাছের মধ্যে ফলুই অন্যতম। এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন-এ রয়েছে। হাড় ও দাঁত গঠনে এই মাছ উপকারী। হৃদরোগ ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতেও এই মাছ বিশেষ উপকারী।
Published By: Buddhadeb HalderPosted: 04:05 PM Aug 18, 2025Updated: 04:05 PM Aug 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
