Advertisement
অন্তঃসত্ত্বা না হয়েও হবু মায়ের মতো আচরণ! 'ফ্যান্টম প্রেগন্যান্সি'র শিকার কেন হন বহু মহিলা?
'ফ্যান্টাসি প্রেগন্যান্সি'র ভুল ভাঙাবেন কীভাবে?
বিয়ে করে থিতু হওয়ার পরেই নবদম্পতিকে সন্তানের কথা বলতে শুরু করেন অনেকেই। বছরের পর বছর কেটে গেলে তো কথাই নেই। সকলে বলতে থাকেন, এবার বাবা-মা হওয়ার আদর্শ সময়। আর সেকথা শুনতে শুনতে বিরক্ত হন দম্পতি। আবার কখনও কখনও মানসিক অবসাদেও চলে যান কেউ কেউ।
আর সেই মানসিক অবস্থাতেই কখনও কখনও কোনও মহিলা নিজেকে অন্তঃসত্ত্বা ভাবতে শুরু করেন। শুধু তাই নয়, তাঁরা নাকি শারীরিক নানা পরিবর্তনও লক্ষ্য করেন। এমনকী গর্ভস্থ সন্তানের নড়াচড়াও অনুভব করতে শুরু করেন।
চিকিৎসা পরিভাষায় কোনও মহিলার এই পরিস্থিতিকে বলে 'ফ্যান্টম প্রেগন্যান্সি'। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, মূলত ২০-৩৯ বছর বয়সি মহিলারা 'ফ্যান্টম প্রেগন্যান্সি'র শিকার হন। অনেকক্ষেত্রে দেখা গিয়েছে কিশোরীরাও এমন অন্তঃসত্ত্বা হওয়ার ভাবনায় বুঁদ হয়ে যায়।
'ফ্যান্টম প্রেগন্যান্সি'র শিকার হওয়া মহিলারা চিকিৎসকদের কাছে নানা উপসর্গের কথা উল্লেখ করেন। যা অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ থেকে একেবারেই আলাদা নয়। তার ফলে প্রাথমিকভাবে চিকিৎসক এবং ওই মহিলার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
কিছু মহিলা বলেন, তাঁদের কথায় কথায় বমি পাচ্ছে। পেটে কিছু আছে এমন অনুভূতি তৈরি হচ্ছে। কেউবা দাবি করেন, তাঁদের পেট এবং স্তনের আকারের বদল হয়েছে। অনেকে আবার ভাবেন সন্তানসম্ভবা হয়েছেন বলে তাঁর ওজন বেড়েছে খানিকটা। 'ফ্যান্টম প্রেগন্যান্সি'র শিকার হওয়া বহু মহিলা আবার ক্লান্তিবোধও করেন। চিকিৎসকদের মতে, অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বেশি ভাবনাচিন্তা করার ফলে নাকি মানসিক ক্লান্তি বেশি তৈরি হয় তাঁদের।
কেন এমন 'ফ্যান্টম প্রেগন্যান্সি'র শিকার হন মহিলারা? চিকিৎসকদের মতে, এর নেপথ্যে সবচেয়ে বড় কারণ সামাজিক চাপ। অনেক দম্পতিকে আত্মীয়স্বজন কিংবা প্রতিবেশীরা সন্তানের জন্য বারবার চাপ দিতে থাকেন। 'কবে সন্তান হবে?', আত্মীয় পরিজনদের কাছে সে প্রশ্নের জবাব দিতে দিতে মানসিক অবসাদে চলে যান বহু মহিলা। যদিও পুরুষরা তুলনামূলক আত্মীয় পরিজনদের এমন প্রশ্নে চাপে পড়েন কম।
সন্তানধারণের চেষ্টা করছেন এমন মহিলার পিরিয়ড বা মাসিক আচমকা বন্ধ হয়ে গেলে তাঁর ভাবেন সত্য়িই হয়তো অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। সেই সময় তাঁরা চিকিৎসা করাতে চান না। এমন বহু মহিলাই বেশ কয়েকমাস পর যখন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান তখন দেখা যায় তাঁরা অন্তঃসত্ত্বা নন। বরং 'ফ্যান্টম প্রেগন্যান্সি'র শিকার।
কোন মহিলা এমন সমস্যায় ভুগলে অবিলম্বে ভুল ভাঙানো প্রয়োজন। চিকিৎসকদের মতে, সে দায়িত্ব নিতে হবে মহিলাদের পরিবারের লোকজনকে। বিশেষত স্বামীকেই ভুল ভাঙানোর গুরুদায়িত্ব নিতে হবে। তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিতে যেতে হবে মহিলাকে।
Published By: Sayani SenPosted: 03:12 PM Jan 30, 2026Updated: 03:12 PM Jan 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
