Advertisement
দোকানি ছাড়াই চলছে দোকান! হয় না চুরি, বিশ্বাসে ভর করে দেশের এই গ্রামে দিব্যি চলে ব্যবসা
প্রকৃতি যাদের আকর্ষণ করে তাঁরা অবশ্যই ঘুরে আসুন এই গ্রামে।
দোকান-বাজার আছে। প্রতি দোকানে থরে থরে সাজানো সব জিনিস। কিন্তু দোকানির দেখা নেই! আশপাশে খুঁজেও দোকানির হদিশ পাবেন না। নিশ্চয়ই ভাবছেন কোথায়? এমন আবার হয় নাকি? অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই গ্রামের নাম খোনোমা।
উত্তর-পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ডের খোনোমা গ্রামে গেলেই এমন দৃশ্যের সাক্ষী হবেন আপনি। যেখানে প্রতিটি দোকানে রাখা জিনিস। পাশে লেখা দাম। রয়েছে টাকা রাখার জায়গাও। কিন্তু ক্রেতা কী নিচ্ছেন, ঠকিয়ে দিচ্ছেন না তো, এসব ভাবনা মাথাতেও আসে না বিক্রেতাদের।
সবুজে ঘেরা ছোট্ট গ্রাম খোনোমা। প্রকৃতির টানে যারা বারবার ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন, তাঁদের কাছে অতি পরিচিত এই গ্রাম।
২০ হাজার বর্গ কিলোমিটারের এই গ্রামে মূলত আঙ্গামি উপজাতির বসবাস। একটা সময় পর্যন্ত নিয়মিত শিকার করতেন তাঁরা। ১৯৯৮ সালে নিষিদ্ধ করা হয় শিকার প্রথা। ধীরে ধীরে বদলে যায় তাঁদের জীবন-জীবিকা। বর্তমানে কৃষিকাজ ও পশুপালনই এদের মূল জীবিকা।
দেশের যেকোনও জায়গা থেকে সম্পূর্ণ আলাদা এদের জীবনযাত্রা। সন্ধ্যে নামলেই বন্ধ হয়ে যায় দোকান পাট। তবে সকাল হয় ভোর ৪ টেয়।
এই গ্রামের বাসিন্দাদের মূল ইউএসপি হল বিশ্বাস ও পারস্পারিক সম্মানবোধ। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন পাশে বসা লোকটাকেও বিশ্বাস করা দায়, তখন এই গ্রামের বাসিন্দারা অপরিচিতদেরও ভরসা করেন চোখ বন্ধ করে।
বিশ্বাস এদের এতটাই তীব্র যে প্রতারণার আশঙ্কাই নেই। সেই কারণেই এই গ্রামের কোনও দোকানেই নেই দোকানি। ক্রেতারা নিজের মতো জিনিস নিয়ে নির্দিষ্ট জায়গায় দাম রেখে যায়।
এখানেই কিন্তু শেষ নয়। এই গ্রামের বাসিন্দারা রাতে বাড়িতে তালাও দেন না। চুরি বা কোনও অনৈতিক কাজের আশঙ্কাই তাড়া করে না এদের।
Published By: Tiyasha SarkarPosted: 09:12 PM Jan 30, 2026Updated: 09:24 PM Jan 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
