Advertisement
প্রায় সব ম্যাচেই হাউসফুল! বিশ্বকাপে বাংলাদেশ সমর্থকদের অভাব পূরণ করছে এই পুঁচকে দেশ
আয়োজক ভারতের পরই সবচেয়ে বেশি টিকিট কিনছেন এই ছোট্ট দেশটির সমর্থকরা।
আইসিসির উপর চাপ দিয়েও ভেন্যুবদলের প্রস্তাবে রাজি করাতে না পেরে টি২০ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। আইসিসিও বাংলাদেশের জন্য অহেতুক অপেক্ষা না করে বিকল্প হিসাবে ঘোষণা করেছে স্কটল্যান্ডের নাম। অনেকের দাবি, এতে নাকি জৌলুস কমবে বিশ্বকাপের।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশ না খেললে কিছুটা আর্থিক ক্ষতি হবে আইসিসির। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের অন্যতম অংশীদার। সে দেশে ক্রিকেটের দর্শক প্রায় ২০ কোটি। কিন্তু সেই ক্ষতি অনেকটা পুষিয়ে দিতে পারে এক পুঁচকে দেশ।
শোনা যাচ্ছে বিশ্বকাপে ভারতের পরে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা এই দেশটিরই। ইতিমধ্যেই এই দেশটির একাধিক ম্যাচের টিকিট প্রায় নিঃশেষ। বাকিগুলিরও চাহিদা চরমে।
এই পুঁচকে দেশটার নাম নেপাল। উত্তর-পূর্ব ভারতের এই প্রতিবেশী দেশই এবার বাংলাদেশি সমর্থকদের অভাব পূরণে আইসিসির সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। শোনা যাচ্ছে বিশ্বকাপে নেপালের প্রতিটি ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। আয়োজক ভারতের পর সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে নেপালেরই।
বিশ্বকাপে নেপালের অভিযান শুরু আগামী ৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে। তাদের দ্বিতীয় ম্যাচ ১২ ফেব্রুয়ারি ইটালির বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবেন রোহিত পৌড়েলরা। ১৭ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে নেপালিরা।
নেপাল বিশ্বকাপে নিজেদের চার ম্যাচই খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। সেটা অবশ্য নেপালিদের জন্য খুব একটা সুবিধাজনক মাঠ নয়। তা সত্ত্বেও ওয়াংখেড়েতে এবার দেখা যাবে হাজার হাজার নেপালি ভক্তের ভিড়। টিকিটের চাহিদা অন্তত তেমনটাই ইঙ্গিত করছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নেপালের অধিকাংশ ম্যাচেই হাজার হাজার টিকিট বিক্রি হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের টিকিট প্রায় 'সোল্ড আউট'। মুম্বই ক্রিকেট সংস্থার কর্তাদের ধারণা, ম্যাচের দিনগুলিতে ওয়াংখেড়েকে নীল পতাকায় ছেয়ে দিতে চাইছেন নেপালি ভক্তরা। মুম্বইয়ের ঐতিহাসিক স্টেডিয়ামকেই তাঁরা নিজেদের হোম স্টেডিয়াম হিসাবে তুলে ধরতে চাইছে।
নেপাল ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও ছিল। সেবার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও ব্যাপক উপস্থিতি ছিল নেপালি সমর্থকদের। তবে দূরত্বের জন্য সেই পরিমাণটা খানিকটা কম ছিল। কিন্তু এবার মুম্বইয়ে দেখা যাবে নয়া 'মেন ইন ব্লু'। এমনিতে আইপিএলের সময় গোটা ওয়াংখেড়ে রোহিত শর্মার দলের জন্য গলা ফাটায়। এবার তারা ওয়াংখেড়ে গলা ফাটাবে রোহিত পৌডেলের জন্য।
এমনিতেই নেপালে ক্রিকেট নিয়ে উন্মাদনা চরমে। কিন্তু সে দেশের ক্রিকেটের পরিকাঠামো নেই। দেশে স্বীকৃত স্টেডিয়াম মাত্র একটি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ফলে সমস্যা হল, চাইলেও ভালো পরিকাঠামোতে ক্রিকেটটা উপভোগ করতে পারে না নেপালিরা।
এবার তারা সেই সুযোগটাই পাচ্ছে। নিজেদের বাড়ির অদূরে ভারতে এসে বিশ্বকাপের মঞ্চে দলের পারফরম্যান্স দেখার সুযোগ। সেটা হাতছাড়া করতে চান না নেপালি ক্রিকেটভক্তরা। তাছাড়া আরও একটি সুবিধা হল নেপাল থেকে ভারতে আসা খুব সহজ। খেলা দেখতে আসার জন্য কোনও ভিসার প্রয়োজন পড়বে না। স্রেফ বৈধ পরিচয়পত্র দেখালেই হয়। তাছাড়া ভারতে আসার জন্য বিরাট খরচও করতে হবে না। ফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও খেলা দেখতে আসতে পারছেন।
Published By: Subhajit MandalPosted: 04:23 PM Jan 30, 2026Updated: 04:41 PM Jan 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
