Advertisement
'প্রেমিক'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে খুল্লামখুল্লা পোস্ট তৃপ্তির! চেনেন স্যাম মার্চেন্টকে?
যদিও সেই পোস্ট অত্যন্ত সাদামাটা। তাতে আলাদা কোনও চর্চার রসদ দেননি তৃপ্তি। কিন্তু তাতে গুঞ্জন এড়ানো যায়নি।
বিনোদুনিয়া নিয়ে আমজনতার কৌতূহলের অন্ত নেই। তারকাদের হাঁড়ির খবর নিয়ে দর্শক অনুরাগীদের ঔৎসুক্য বরাবরের। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরিও।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মারাত্মক চর্চা না হলেও বিটাউনে কান পাতলে কিছু আলোচনা তো শোনা যায়ই। আর তা হয় মূলত তাঁর প্রেমজীবন নিয়ে।
যদিও তৃপ্তি কখনওই নিজে এবিষয়ে মুখ খোলেননি। তবে এই নিয়ে অভিনেত্রী কোনরকম মন্তব্য পেশ না করলেও নেটিজেন তথা দর্শকের চোখকে কি এড়িয়ে যাওয়া যায়? একেবারেই না। তাই তৃপ্তির নতুন পোস্ট ঘিরে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে।
চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে খুল্লামখুল্লা পোস্ট করেন তৃপ্তি। নিজেদের বেশ কয়েকটি ছবি কোলাজ হিসেবে দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে দেন তিনি। জন্মদিনে স্যামকে শুভেচ্ছা জানিয়ে তাঁর জীবন যাতে সুখ ও আনন্দে ভরে থাকে সেই কামনা করেছেন।
যদিও সেই পোস্ট অত্যন্ত সাদামাটা। তাতে আলাদা কোনও চর্চার রসদ দেননি তৃপ্তি। কিন্তু তাতে গুঞ্জন এড়ানো যায়নি। তৃপ্তির ছোট্ট বার্তাই যেন সম্পর্কের গভীরতা প্রকাশ্যে এনেছে।
কিন্তু এহেন স্যাম মার্চেন্ট কে জানেন? মুম্বইয়েই জন্ম ও বেড়ে ওঠা স্যাম মার্চেন্টের। পড়াশুনা শেষ করেছেন মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে। পেশায় ছিলেন মডেল। তবে মডেলহয়ে ওঠার অনেক আগেই ২০০২ সালে 'গ্ল্যাডর্যাগস ম্যানহান্ট কম্পিটিশন'-এর হাত ধরে লাইমলাইটে এসেছিলেন তিনি।
এই মুহূর্তে স্যাম পেশায় একজন সফল উদ্যোগপতি। মুম্বই ছাড়াও গোয়ার বুকে রয়েছে তাঁর বিপুল সম্পত্তি। মডেল হিসেবেও স্যাম বেশ জনপ্রিয়। যদিও এই মুহূর্তে সেসব থেকে সরে এসে ব্যবসাতেই তিনি বেশি মন দিয়েছেন।
এহেন স্যাম পছন্দ করেন বেড়াতেও। ভ্রমণ তাঁর খুব পছন্দের। ভালোবাসেন 'ওয়াটার স্পোর্টস'ও। তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই সেসবের ঝলক দেখা যায়।
আর এসবের মাঝেই তৃপ্তি আর স্যামের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন দানা বাঁধে। কখনও তৃপ্তির ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে তো কখনও আবার তৃপ্তির সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে 'অ্যানিম্যাল' অভিনেত্রীকে।
এখানেই শেষ নয়, ভরা রাস্তায় চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে বাইকে রীতিমতো ঘুরে বেরিয়েছেন তৃপ্তি। নিজেকে লুকিয়ে রাখতে মুখ ডেকেছিলেন মাস্কে। কিন্তু তাতেও অনুরাগীদের চোখ এড়াতে পারেননি তিনি। আর প্রতিবারই নিজেদের সম্পর্ক নিয়ে এভাবেই একপ্রকার আকারে ইঙ্গিতে বুঝিয়ে আলোচনার রসদ দিয়েছেন তাঁরা দু'জন। এবারও তার ব্যতিক্রম হল না। ছবি: সোশাল মিডিয়া
Published By: Arani BhattacharyaPosted: 08:44 PM Jan 30, 2026Updated: 08:44 PM Jan 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
