Advertisement
গিল-ধাঁধার সমাধান! আজব যুক্তিতে 'বঞ্চিত' শ্রেয়স-যশস্বী, কেমন হল এশিয়া কাপে ভারতীয় দল?
গিলকে কোথায় খেলাবে টিম ইন্ডিয়া?
ঘোষিত এশিয়া কাপে ভারতীয় দল। মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ভারতীয় দল ঘোষণা করেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর।
১৫ জনের দলে বড় দায়িত্ব পেলেন শুভমান গিল। টেস্ট অধিনায়ককে এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। গিল শেষবার টি-টোয়েন্টি ক্রিকেটে নেমেছিলেন ২০২৪-র ৩০ জুলাই।
তাহলে কি টেস্টের পর টি-টোয়েন্টিতেও গিলকে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ধরা হচ্ছে? প্রধান নির্বাচক আগরকর যেমন বলেই দিলেন, গিলকে তাঁরা সহ-অধিনায়ক হিসেবেই দেখে এসেছেন। ফলে এর মধ্যে কোনও বিতর্ক নেই।
কিন্তু সমস্যা অন্যখানে। গিলের মতো ধারাবাহিক পারফর্ম করেছেন যশস্বী জয়সওয়াল। তিনিও শেষবার গিলের সঙ্গেই টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিলেন। তাহলে যশস্বীকে কেন স্ট্যান্ড বাই রাখা হল?
আরও প্রশ্ন শ্রেয়স আইয়ারকে নিয়ে। আইপিএল হোক, ওয়ানডে হোক বা ঘরোয়া ক্রিকেট, তাঁর ব্যাট থেকে রানের বন্যা এসেছে। তবু এশিয়া কাপে সুযোগ পেলেন না। প্রধান নির্বাচক আগরকরের যুক্তি, "শ্রেয়সের ক্ষেত্রে বলতে পারি, এই বাদ পড়ায় ওর কোনও দোষ নেই। কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই খেলাতে পারব।”
ফলে এই যুক্তিতেই বাদ পড়লেন শ্রেয়স। আবার অভিষেক শর্মাকে নিয়ে আগরকর বলছেন, "আমরা দেখেছি অভিষেক শর্মা কীরকম খেলেছে। তাছাড়া ও বল করতে পারে। যেটা অধিনায়ককে অনেক সাহায্য করে।"
তাহলে অভিষেকও কি নিশ্চিত? ওপেনে সঞ্জু স্যামসন আগুনে ফর্মে আছেন। তাহলে গিল খেলবেন কোথায়? সম্ভবত তিলক বর্মাকে বসিয়ে তিন নম্বর জায়গায়।
এরপর আসবেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল। পরের দুজন বোলিংও দায়িত্ব নিয়ে সামলাবেন।
ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে রিঙ্কু সিং ও শিবম দুবের উপর। যদিও রিঙ্কু সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই।
Published By: Arpan DasPosted: 06:37 PM Aug 19, 2025Updated: 06:37 PM Aug 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
