Advertisement
ঠিক মানুষের মতো! রেসিং ট্র্যাকে দৌড় থেকে ফুটবলে গোল, আর কী ছিল চিনের 'রোবট অলিম্পিক্সে'?
১৬টি দেশ থেকে মোট ২৮০টি দল বেজিংয়ের 'রোবট অলিম্পিক্সে' অংশ নিয়েছিল।
সবুজ গালিচায় ফুটবল খেলছে কয়েকটি চেহারা। দৌড়চ্ছে, মার খাচ্ছে, পড়ে যাচ্ছে। হাত-পা ভাঙছে। আবার হয়তো মাঠের অন্যদিকে ট্র্যাক ধরে দৌড়চ্ছে কয়েকজন। প্রবল বেগে ছুটে কেউ চ্যাম্পিয়নও হয়ে গেল। কিন্তু এরা কেউই মানুষ নয়, সবাই রোবট।
সম্প্রতি চিনে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্টিত হয়েছে। যাকে অনেকে রোবট অলিম্পিকও বলছে। চিন ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবটিক্সের শক্তিতে বলীয়ান ১৬টি দেশ থেকে মোট ২৮০টি দল এতে অংশ নিয়েছে।
রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশগ্রহণ করেছে। ফুটবল খেলেছে, কিক বক্সিং করেছে। আবার টেবিল টেনিসের মতো প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। এছাড়া ওষুধ বাছাই থেকে ভারী জিনিসপত্র বহন, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো কাজও তারা করেছে।
বেজিংয়ে অনুষ্ঠিত রোবট গেমসে সবচেয়ে আকর্ষণীয় ছিল ফুটবলের ম্যাচ। যেখানে ম্যাচ চলাকালীন রোবটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে বারবার পড়ে যাচ্ছিল। এছাড়া দৌড়ের ইভেন্ট চলাকালীন কিছু রোবট হঠাৎ করে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল কিংবা ট্র্যাকের বাইরে চলে যাচ্ছিল।
যেমন, একটি ফুটবল ম্যাচে, চারটি রোবট একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে সবাই জট পাকিয়ে পড়ে যায়। ১৫০০ মিটার দৌড়ের ইভেন্টে, একটি রোবট দৌড়ানোর সময় হঠাৎ করে ভেঙে পড়ে।
এই টুর্নামেন্টের টিকিটের দাম ছিল ১২৮ থেকে ৫৮০ ইউয়ান (১৭.৮৩-৮০.৭৭ ডলার)। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত।
Published By: Arpan DasPosted: 05:54 PM Aug 18, 2025Updated: 05:54 PM Aug 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
