Advertisement
কলকাতায় দেশের সবচেয়ে দীর্ঘ মেট্রো স্টেশন! উদ্বোধনের আগে কীভাবে সেজে উঠছে? দেখে নিন ছবিতে
কলকাতা মেট্রোয় জুড়ছে নতুন পালক।
কলকাতা মেট্রোয় জুড়ছে নতুন পালক। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজো। তার আগেই খুলে যাচ্ছে শহরের তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুট। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটের। নয়া এই মেট্রো রুট খুলে গেলে শহরের যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। উপকৃত হবেন লক্ষাধিক মানুষ।
বিমানবন্দর যাওয়া কিংবা সেক্টর ফাইভ যাওয়া সুবিধার হবে। যে পথ চার চাকায় পেরতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সেই পথ মাত্র ৩০ মিনিটের মধ্যেই মেট্রোয় পৌঁছানো সম্ভব হবে।
শুক্রবার গুরুত্বপূর্ণ এই তিন রুটের উদ্বোধনের আগেই সোশ্যাল মিডিয়ায় উন্নয়নের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখছেন, 'যে শহরের উন্নয়নের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ, সেই কলকাতার মানুষের কাছে আসা আমার কাছে সবসময়ই আনন্দের।'' একই সঙ্গে প্রধানমন্ত্রীর আরও বার্তা, নয়া এই মেট্রো খুলে গেলে সাধারণ মানুষের বিমানবন্দর ও আইটি হাবে যাতায়াত সহজতর হবে।
বলে রাখা প্রয়োজন, একদিকে হাওড়া স্টেশন দেশের গভীরতম মেট্রো স্টেশন। অন্যদিকে জয়হিন্দ মেট্রো স্টেশনটি অন্যতম দীর্ঘ মেট্রো স্টেশন। সূত্রের খবর, প্রায় ১৪ হাজার ৬৪৫ বর্গ মিটার এলাকা জুড়ে এই স্টেশন। মাটি থেকে ১৪ মিটার নীচে এই মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে এবং একাধিক রুটের সঙ্গে বিমানবন্দর স্টেশনের যোগাযোগ গড়তে আছে পাঁচটি প্ল্যাটফর্ম। দু'টি ইয়েলো লাইনের এবং তিনটি প্ল্যাটফর্ম অরেঞ্জ লাইনের জন্য৷ খোলা থাকবে পাঁচটি গেটও। যার মধ্যে একটি গেট দিয়ে যাত্রীরা সরাসরি বিমানবন্দর পৌঁছে যেতে পারবেন। আলাদা করে স্টেশন থেকে বেরিয়ে এয়ারপোর্টে যেতে হবে না। একইভাবে বিমানবন্দর থেকে বেরিয়েও মেট্রো স্টেশনে পৌঁছে যাওয়া সহজ হবে।
এছাড়াও জয়হিন্দ বিমানবন্দর স্টেশন চলমাস, লিফট সহ আধুনিক সমস্ত সুবিধা থাকছে যাত্রীদের জন্য। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৭টা ৫৮ মিনিটে। চলবে রাত ৮টা ১০ পর্যন্ত। অন্যদিকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার সময় এক ধাক্কায় কমে আসবে ৩২ মিনিটে। আর হাওড়া থেকে সময় লাগবে ৩০ মিনিট মতো। এই দূরত্ব বাসে যেতে ঘণ্টা দেড়েক লেগে যেত। কিন্তু পাতালপথে এই দূরত্ব যেতে সময় লাগবে এখন মাত্র আধ ঘন্টা।
হাওড়া-সল্টলেক সেক্টর ফাইভ রুটে দিনে প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে ৬টায়। চলবে রাত ১০.১৯ পর্যন্ত। সেক্টর ফাইভে যারা কাজ করেন তাঁদের ক্ষেত্রে এই মেট্রো পথ খুবই গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে শুক্রবার মোদীর হাত ধরে উদ্বোধন হবে বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো রুটের।
এই রুট চালু হয়ে গেলে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা রুটে প্রথম মেট্রো মিলবে সকাল ৮টায়। শেষ মেট্রোর সময় রাত ৮.২৮। বিমানবন্দর থেকে নোয়াপাড়া কিংবা অন্য স্টেশনের মধ্যে ভাড়া কত হবে তা ইতিমধ্যেই জানিয়েছে মেট্রো। এক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে ৭০ টাকা।
Published By: Kousik SinhaPosted: 06:44 PM Aug 21, 2025Updated: 06:44 PM Aug 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
