Advertisement
বাজারদর মেসি-রোনাল্ডোর থেকে বেশি, তিরিশের প্রেমিকা! গুচ্ছ রেকর্ডেরও মালিক আঠারোর ইয়ামাল
আঠারোতম জন্মদিন উপলক্ষে ইবিজায় বিরাট পার্টি দিয়েছেন ইয়ামাল।
আঠারোয় পা দিলেন লামিনে ইয়ামাল। স্পেনের ইবিজায় ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেছেন স্পেনের বিস্ময় প্রতিভা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর বার্সেলোনার সতীর্থ আলেজান্দ্রো বালদে ও গাভি। যদিও পরদিনই ক্লাবের মেডিক্যাল রয়েছে ইয়ামালের।
ইতিমধ্যেই অসংখ্য রেকর্ড গড়ে ফেলেছেন ইয়ামাল। স্পেনের হয়ে ইউরো জেতা ছাড়াও বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন। এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা থেকে সর্বকনিষ্ঠ হিসেবে ইউরো কাপ জয়, অনেক রেকর্ড তাঁর নামে।
এছাড়া লা লিগায় গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সে অভিষেক বা সবচেয়ে কম বয়সে গোল সবই তাঁর নামে। এমনকী ইউরোতে সবচেয়ে কম বয়সে গোল ও ইউরো ফাইনালে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারও তিনি। আর সেগুলো সবই করেছিলেন ১৭ বছর বয়সে।
২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সেলোর জার্সিতে অভিষেক হয় তাঁর। প্রথমে তাঁর সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি ছিল। পরে তা বাড়িয়ে ২০৩১ পর্যন্ত করা হয়। ইয়ামালের রিলিজ ক্লজ বাঁধা হয়েছে ১.১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা।
অন্যদিকে তাঁর বাজারদর ১৬৩ মিলিয়ন ডলার। যা লিওনেল মেসি (২৭ মিলিয়ন) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১৬ মিলিয়ন) মোট বাজারদরের থেকেও অনেক বেশি। ইয়ামালের বাজারদরের অঙ্ক ভারতীয় মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা। 'নতুন মেসি' বলেও ডাকা হচ্ছে ইয়ামালকে।
বার্সেলোনায় তাঁর বার্ষিক আয় ১০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা। বার্সেলোনায় তৃতীয় সবচেয়ে বেশি বেতন ইয়ামালের। এছাড়া অ্যাডিডাসের সঙ্গে ১০ বছরের জন্য ৩৪ মিলিয়ন ডলারের চুক্তি রয়েছে তাঁর। তার বাইরে আরও অনেক সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে ইয়ামালের।
Published By: Arpan DasPosted: 05:06 PM Jul 13, 2025Updated: 05:06 PM Jul 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
