Advertisement
অজিতের আগে বিমান দুর্ঘটনায় মৃত্যু মুখ্যমন্ত্রী-রাজ্যপালদেরও, বারবার কার গাফিলতি কাড়ছে প্রাণ?
বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ স্টাফ বিপিন রাওয়াতের।
বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বুধবার সকালে আচমকাই ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান। সেখানে অজিতের সঙ্গে ছিলেন আরও চারজন। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে তাঁদের বিমান।
গতবছর আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ২৩০ জন যাত্রী, ১২ জন উড়ানকর্মীর মৃত্যু হয়। ওই বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। মৃত্যু হয় তাঁরও। প্রশ্ন ওঠে, বিমানে গাফিলতির দিকে ডিজিসিএ কি আদৌ নজর রাখে?
তাওয়াং থেকে ইটানগর যাওয়ার পথে আচমকাই উধাও হয়ে যায় অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দোরজি খাণ্ডুর বিমান। প্রায় পাঁচদিন পরে উদ্ধার হয় তাঁর বিমানের ধ্বংসাবশেষ। পাওয়া যায় মুখ্যমন্ত্রীর মৃতদেহও।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীনই বিমান দুর্ঘটনা প্রাণ কাড়ে ওয়াই এস রাজাশেখর রেড্ডির। ২০০৯ সালে জঙ্গলে ঘেরা এলাকায় ভেঙে পড়ে তাঁর বিমান। নকশালরাই বিমান ধ্বংসের নেপথ্যে রয়েছে কিনা সেই নিয়েও শুরু হয় বিতর্ক।
পাঞ্জাবের রাজ্যপাল থাকাকালীন বিমান দুর্ঘটনার কবলে পড়ে সুরেন্দ্র নাথের উড়ান। ১৯৯৪ সালে তিনি হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্বও নিয়েছিলেন। সে বছর জুলাই মাসে মাণ্ডিতে ভেঙে পড়ে তাঁর বিমান।
১৯৭৩ সালে কেন্দ্রের ইস্পাতমন্ত্রী থাকাকালীন একটি যাত্রীবাহী বিমানে সফর করছিলেন সুরেন্দ্র মোহন কুমারমঙ্গলম। ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৪৪০ বিমানটি ভেঙে পড়ে। ৪৮ জনের মৃত্যু হয়। হিয়ারিং এড দেখে চিহ্নিত করা হয় বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কুমারমঙ্গলমকে।
২০০১ সালে বিমান দুর্ঘটনায় প্রয়াত হন কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়া। উত্তরপ্রদেশের মইনপুরীতে আচমকাই আগুন ধরে যায় তাঁর ব্যক্তিগত বিমানে। ৩০ সেপ্টেম্বরের এই দুর্ঘটনায় মৃত্যু হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট ক্রিকেট প্রশাসক মাধবরাও সিন্ধিয়ার।
বিমান ভেঙে মৃত্যুর ঘটনায় অন্যতম উল্লেখযোগ্য নাম সঞ্জয় গান্ধী। পেশায় পাইলট, ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী দিল্লির সফদরজং বিমানবন্দরে নিজের বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ১৯৮০ সালের ২৩ জুন মৃত্যু হয় কংগ্রেস নেতার।
হরিয়ানার মন্ত্রিত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় বিশিষ্ট শিল্পপতি ও পি জিন্দালের। সাহারানপুরে আছড়ে পড়ে তাঁর হেলিকপ্টার। কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য। পরে হাল ধরেন তাঁর পুত্ররা।
Published By: Anwesha AdhikaryPosted: 12:42 PM Jan 28, 2026Updated: 12:49 PM Jan 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
