Advertisement
কিউয়িদের বিরুদ্ধে সঞ্জুর অগ্নিপরীক্ষা, নিয়মরক্ষার ম্যাচেই ঠিক হবে বিশ্বকাপভাগ্য! বিশ্রামে কারা?
ভারতের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই তুখোড় হচ্ছে। খচখচানি শুধু একজনকে ঘিরে। সঞ্জু স্যামসনকে ঘিরে।
আর দিন দশেকের মধ্যে শুরু হয়ে যাচ্ছে টি- টোয়েন্টি বিশ্বকাপ। দেখতে গেলে, তার আগে বিশেষ দুশ্চিন্তার কিছু নেই সূর্যকুমার যাদবের ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ (যা কি না প্রাক্ বিশ্বকাপ ভারতের শেষ সিরিজও বটে) মাত্র তিন ম্যাচের মধ্যে জিতে ফেলা সম্ভব হয়েছে।
অভিষেক শর্মা এমনই তাণ্ডব চালাচ্ছেন যে, সুনীল গাভাসকর তাঁর নামই দিয়ে দিয়েছেন 'অভি-সিক্স' শর্মা। অধিনায়ক সূর্য, তিনিও বিশ্বকাপের ঠিক আগে ফিরে এসেছেন পুরনো মারণ-ফর্মে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই তুখোড় হচ্ছে। খচখচানি শুধু একজনকে ঘিরে। সঞ্জু স্যামসনকে ঘিরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন সঞ্জু। কিন্তু মহাটুর্নামেন্টের আগে একেবারেই ফর্মে নেই তিনি। শুভমান গিল বাদ পড়ায়, নিজের পুরনো ওপেনিং স্লট ফিরে পেয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার।
কিন্তু কিছুতেই রান পাচ্ছেন না সঞ্জু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এ পর্যন্ত তিনটে টি-টোয়েন্টি খেলে তাঁর রান মাত্র ১৬। সর্বোচ্চ ১০। যা অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবের মতো বাকি টপ অর্ডারের রানের পাশে যা অত্যন্ত বেমানান।
এটা ঘটনা যে, এখনও বিশ্বকাপের প্রথম একাদশে অগ্রাধিকার পাচ্ছেন সঞ্জু। কিন্তু তিনি লাগাতার ব্যর্থ হতে থাকলে, শেষ পর্যন্ত কী হবে, কিছুই বলা যায় না। কারণ, বিশ্বকাপে তিলক বর্মা ফিরছেন। আগামী ৪ ফেব্রুয়ারি ভারতের প্রথম বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচে তাঁকে পাওয়া যাবে।
তিলক টিমে ফিরলে, তিন নম্বরে খেলবেন। ঈশান কিষাণের জায়গায়। কিন্তু ঝাড়খণ্ডীর ব্যাট যে ভাবে চলছে, আর সঞ্জুর ব্যাটে যে রকম রানের খরা, অবস্থা দ্রুত না বদলালে ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে ঈশানকে পাঠিয়ে দেওয়া হবে না তো? মনে রাখা দরকার, ঈশান কিন্তু সঞ্জুর একেবারে 'লাইক টু লাইক' রিপ্লেসমেন্ট।
ভারতীয় টিম যদিও সঞ্জুর প্রতি সমর্থন প্রকাশ্যে দেখিয়ে যাচ্ছে। বুধবার বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। যার গুরুত্ব আপাত দৃষ্টিতে না থাকলেও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্জু যদি আজ রান পান, টিমের সমস্যা অনেকটাই মিটবে।
সঞ্জু রান না পেলে টিমের সমস্যা বাড়বে। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল যদিও আত্মবিশ্বাসী যে, সঞ্জুর রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। মঙ্গলবার প্রাক্ ম্যাচ সাংবাদিক সম্মেলনে মর্কেল বলে যান, "আমার মতে, সঞ্জুর মাত্র একটা ইনিংস লাগবে নিজের পুরনো ফর্ম ফিরে পেতে।"
মর্কেলের কথায়, তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও আমরা টিমের রেজাল্টকে বেশি গুরুত্ব দিই। ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আমরা ৩-০ এগিয়ে রয়েছি। বিশ্বকাপ শুরুর আগে আরও গোটা দু'য়েক ম্যাচ পাবে টিম। আমি নিশ্চিত, সঞ্জু তার মধ্যে রান পেয়ে যাবে।"
Published By: Anwesha AdhikaryPosted: 01:40 PM Jan 28, 2026Updated: 01:40 PM Jan 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
