Advertisement
বড়দিনের আগেই ভোলবদল তেভাগা এক্সপ্রেসের, অত্যাধুনিক কোচে ভ্রমণ হবে আরও আরামদায়ক!
কী কী বদল আসছে দেখুন ছবিতে।
যাত্রীদের জন্য সুখবর। আরও আরামদায়ক হতে চলেছে তেভাগা এক্সপ্রেসে যাত্রা। বালুরঘাট এবং কলকাতার মধ্যে যাত্রা করে এই ট্রেন। সেই ট্রেনেই এবার জুড়ল আধুনিক LHB কোচ। দীর্ঘদিন বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরোনো ICF কোচ ব্যবহার করা হতো। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ এই ট্রেনের কোচে বড় বদল রেলের।
আজ মঙ্গলবার রেলের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
সেই অনুষ্ঠানেই মাধ্যমে এই নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রা সূচনা হয়। মোট ২২টি অত্যাধুনিক LHB কোচ নিয়ে রওনা দেয় ট্রেনটি। পুরোনো ICF কোচে আগে ২৪টি কোচ ছিল। কোচ কমলেও আসন সংখ্যায় কোনও বদল আসছে না বলেই রেলের তরফে জানা গিয়েছে।
নয়া এই কোচের উদ্বোধন করে বালুরঘাটের সাংসদ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ''LHB কোচ আগের তুলনায় হালকা এবং অত্যাধুনিক হওয়ায় যাত্রী সুরক্ষা ও ট্রেনের গতি দু’টিই বাড়বে।'' শুধু তাই নয়, অমৃত ভারত স্টেশন প্রকল্পে বালুরঘাট স্টেশনের উন্নয়নের কাজ চলছে। সেই কাজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ হবে বলেও এদিন জানিয়েছেন সুকান্ত মজুমদার।
আগামীদিনে বালুরঘাট স্টেশনে ট্রেনের সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। যা উত্তরের ট্রেন যাত্রাকে আরও মজবুত করবে বলেও আশাবাদী। অন্যদিকে নতুন কোচ পেয়ে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাসও চোখে পড়ে। তেভাগা এক্সপ্রেসের মান নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। দাবি উঠছিল নতুন কোচের। অবশেষে তা পূরণ হওয়ায় খুশি যাত্রীরা।
২০০৭ সালে কলকাতা-বালুরঘাট-কলকাতার মধ্যে তেভাগা এক্সপ্রেসের সূচনা হয়। সে জেলার মানুষের কাছে কলকাতা আসার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে ছয়দিন এই ট্রেনটি চলাচল করে।
সোমবার থেকে শনিবার, সপ্তাহে এই কদিন ট্রেন বালুরঘাট থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে শনিবার বাদে কলকাতা স্টেশন থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেয় দুপুর ১২টা ৫৫ মিনিটে।
শীতের ছুটিতে ইউরোপ ভ্রমণে গিয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। তিনি মেরুপ্রভা চাক্ষুষ করে আপ্লুত! বরফঢাকা ভূমি থেকে আকাশে বেগুনি, সবুজ, গোলাপি রঙের খেলা দেখতে পাওয়া যেন স্বপ্নের! এভাবেই নিজের মুগ্ধতা সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। সেসব ছবিও পোস্ট করেছেন শেফালি শাহ। ছবি: ফেসবুক।
সম্প্রতি ইউরোপ ও আন্টার্কটিকার বাইরেও যেভাবে মেরুপ্রভার অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছে, তাতে আগ্রহী মহল আহ্লাদে আটখানা হলেও বিজ্ঞানীরা খানিকটা চিন্তিত। নরওয়ের 'অরোরা' গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের আশঙ্কা, বায়ুমণ্ডলের যে স্তর ভেদ করে অরোরা ছড়াচ্ছে, তা ওজোন স্তরেও প্রভাব ফেলতে পারে। অরোরা সাধারণত উচ্চমাত্রার শক্তিসম্পন্ন সৌরকণার সমাহার। ওজোন স্তরে তা প্রভাব ফেললে পৃথিবীর বিপদ বাড়বে। ছবি: ফেসবুক।
Published By: Kousik SinhaPosted: 04:43 PM Dec 23, 2025Updated: 04:44 PM Dec 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
